বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শুটিংয়ের অজানা কথা ফাঁস করলেন শতাব্দী

“যেখানে একটা কুকুর পারছে না দাঁড়াতে, সেখানে তুমি আমাকে দিয়ে নাচ করাচ্ছ, অভিনয় করাচ্ছ।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এখনকার মতো শুটিং সেটে তখন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসির ব্যবস্থা ছিল না। প্রচণ্ড গরমের মধ্যেই কাজ করতে হতো নায়ক-নায়িকাদের। সম্প্রতি এমনই এক কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ শতাব্দী রায়। তিনি জানিয়েছেন, ১৯৯৮ সালে ‘রাজা রানি বাদশা’ সিনেমার শুটিংয়ের সময় বাঁকুড়ার তীব্র গরমে তাঁকে এতটাই কষ্ট করতে হয়েছিল যে, শেষে বরফ গলা পানিতে স্নান করে শরীর ঠাণ্ডা করতে হতো।

এক সাক্ষাৎকারে শতাব্দী রায় বলেন, হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘রাজা রানি বাদশা’ সিনেমার শুটিং হচ্ছিল বাঁকুড়ার মুকুটমণিপুরে। তিনি বলেন, “মুকুটমণিপুরে এত গরম ছিল যে, সিনেমায় থাকা কুকুরও মাটিতে পা রাখতে পারছিল না।”

এই প্রচণ্ড গরমের মধ্যেই যখন পরিচালক তাঁকে দিয়ে নাচ এবং অভিনয়ের দৃশ্য শুট করাচ্ছিলেন, তখন তিনি পরিচালককে মজা করে বলেন, “যেখানে একটা কুকুর পারছে না দাঁড়াতে, সেখানে তুমি আমাকে দিয়ে নাচ করাচ্ছ, অভিনয় করাচ্ছ।”

অভিনেত্রীর এই কষ্ট দূর করতে পরিচালক ও প্রযোজক এক অভিনব উপায় বের করেন। শতাব্দী জানান, বাইরে থেকে বড় বড় বরফের চাঁই নিয়ে আসা হতো। সেই বরফ গলে যে পানি হতো, শুটিং শেষ হওয়ার পর তিনি সেই বরফগলা পানিতে স্নান করতেন।

শতাব্দী রায় বলেন, সেই সময়ের কষ্টগুলো এখন স্মৃতি হয়ে ফিরে আসে। তবে দর্শকদের ভালোবাসা পেয়ে তিনি সব কষ্ট ভুলে গেছেন, তাঁর সেই পরিশ্রম সার্থক হয়েছে। তাঁর এই গল্পটি নব্বইয়ের দশকের শুটিংয়ের কঠিন বাস্তবতা এবং শিল্পীদের ডেডিকেশন-কেই তুলে ধরে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0