Logo

একই সঙ্গে চরকি ও হইচইতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’

“প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দেশজুড়ে দারুণ সাড়া ফেলেছিল সুপারস্টার শাকিব খান অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘তাণ্ডব’। তবে মুক্তির মাত্র সাত দিনের মাথায় ছবিটি পাইরেসির শিকার হওয়ায় অনেক দর্শকই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবার সেইসব দর্শকের জন্য এবং যাঁরা আবারও ছবিটি দেখতে চান, তাঁদের জন্য সুখবর। পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগামী আগস্ট মাসে একসঙ্গে দুটি বড় ওটিটি প্ল্যাটফর্ম— চরকি এবং হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগামী আগস্ট মাস থেকেই বাংলাদেশের চরকি এবং ভারত-বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম হইচই-এ দর্শকরা ছবিটি দেখতে পারবেন। পরিচালক রায়হান রাফী বলেন, “প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।”

‘তাণ্ডব’ সিনেমাটি শুধু শাকিব খানের জন্যই নয়, এর তারকাখচিত কাস্টিং-এর জন্যও ছিল আলোচনার কেন্দ্রে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে। এ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম,অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু সহ আরও অনেকে।

প্রেক্ষাগৃহে সফল প্রদর্শনের পর, এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’ কতটা ঝড় তোলে, সেটাই দেখার অপেক্ষা।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0