এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রকাশের চার মাস পূর্ণ হওয়ার আগেই এক নতুন রেকর্ড গড়ল ‘বরবাদ’ সিনেমার গান ‘চাঁদ মামা’। সম্প্রতি ইউটিউবে গানটি ১০ কোটি (১০০ মিলিয়ন) ভিউয়ের বিশাল মাইলফলক অতিক্রম করেছে। প্রীতম হাসানের কথা, সুর এবং দোলা রহমানের সঙ্গে তাঁর কণ্ঠের জাদুতে তৈরি এই গানে শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়ন মন জয় করেছে দর্শকদের। এই বিপুল সাফল্যে মেতেছেন শিল্পী ও ভক্তরা।
রেকর্ডের পর রেকর্ড: ‘বরবাদ’ সিনেমার টিজার প্রকাশের সময়ই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, ‘চাঁদ মামা’ একটি দুর্দান্ত নাচের গান হতে চলেছে। মুক্তির পরও তার প্রমাণ মেলে। প্রকাশের প্রথম সাত দিনেই ইউটিউবে কোটি ভিউ পার করে গানটি এবং টানা কয়েক সপ্তাহ ধরে দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে অবস্থান করে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ হয়েছে ৫ কোটি ৮৫ লাখের বেশি এবং প্রীতম হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ৪ কোটি ৫৮ লাখের বেশি ভিউ হয়েছে।
সাফল্যের নেপথ্যে যারা: ‘চাঁদ মামা’ গানটির এই আকাশচুম্বী সাফল্যের পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ। প্রথমত, প্রীতম হাসানের তৈরি করা সহজ কথা আর আকর্ষণীয় সুর, যা সহজেই শ্রোতাদের মুখে মুখে ফিরছে। দ্বিতীয়ত, সুপারস্টার শাকিব খানের নতুন লুক এবং দুর্দান্ত নাচ, যা তাঁর ভক্তদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। তৃতীয়ত, নুসরাত জাহানের আবেদনময়ী উপস্থিতি ও পারফরম্যান্স, যা গানে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। মন্তব্যের ঘরে প্রায় ৩৩ হাজার ভক্তের প্রশংসাই বলে দেয় এই ত্রিফলা আক্রমণের সাফল্য।
তারকাদের উদযাপন: গানটির ১০ কোটি ভিউ অতিক্রম করার এই আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। তিনি সম্প্রতি তাঁর ফেসবুকে ‘চাঁদ মামা’ গানের তালে নিজের নাচের একটি ভিডিও আপলোড দিয়েছেন। তাঁর এই পোস্টে উচ্ছ্বসিত ভক্তরা তাঁকে এবং পুরো টিমকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে, ‘চাঁদ মামা’ শুধু একটি গান নয়, এটি এখন এই বছরের অন্যতম বড় এক সেলিব্রেশনে পরিণত হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0