এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা শাবনূরের নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ খুলে সেটিকে ভেরিফায়েড করিয়েছে এক প্রতারক চক্র। বিষয়টি নজরে আসার পর থেকেই এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি আশঙ্কা করছেন, তাঁর ব্যক্তিগত তথ্য (পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র) চুরি করে এই কাজটি করা হয়েছে এবং এই ভেরিফায়েড পেজটি ব্যবহার করে বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। ভক্তদের এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচাতে, তিনি আজ (শনিবার) দুপুরে তাঁর আসল পেজ থেকে লাইভে এসে সবাইকে সতর্ক করেছেন।
অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী শাবনূর গতকাল (শুক্রবার) সকালে শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে এই ভেরিফায়েড ভুয়া পেজটির কথা জানতে পারেন। তিনি গণমাধ্যমকে বলেন, “যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে।”
তিনি আরও বলেন, “তাদের কাছে হয়তোবা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারত না। বিষয়টি নিয়ে আমি চিন্তিত।”
শাবনূর জানান, যে পেজটি ভেরিফায়েড করা হয়েছে, সেটিতে ফলোয়ারের সংখ্যা ৬ লাখ ৫৯ হাজারের বেশি। প্রতারক চক্রটি অত্যন্ত কৌশলে পেজটি পরিচালনা করে। শাবনূর তাঁর আসল আইডি বা পেজে যা কিছু পোস্ট করেন, মুহূর্তেই তা নকল করে ওই পেজে পোস্ট করা হয়। এমনকি, আসল শাবনূর যেন তাদের কার্যক্রম দেখতে না পারেন, সেজন্য তাঁর আইডি এবং পেজটিও ব্লক করে রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে, শাবনূর আজ দুপুরে তাঁর আসল ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। সেখানে তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে তাঁর আসল ও নকল পেজের পার্থক্য বুঝিয়ে দিয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।
তিনি জানিয়েছেন, এই প্রতারক চক্রের বিরুদ্ধে তিনি কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগ এবং ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করবেন বলে জানিয়েছেন।
চবাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0