বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

২০ বছর পর ‘খোসলা কা ঘোঁসলা’র সিক্যুয়েল, মুখ্য চরিত্রে হুমা

সিনেমার চিত্রনাট্য নিয়ে বর্তমানে কাজ চলছে এবং হুমা কুরেশি ইতোমধ্যেই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে প্রথম পর্বের অবিস্মরণীয় চরিত্রগুলোতে অভিনয় করা অনুপম খের বা বোমান ইরানি এই সিক্যুয়েলে থাকবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রায় ২০ বছর আগে অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরেদের নিয়ে নির্মিত কমেডি-ড্রামা ‘খোসলা কা ঘোঁসলা’ মুক্তির পর কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়েছিল। এবার দর্শকদের জন্য সুখবর, অবশেষে আসতে চলেছে সেই জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল। তবে এবারের পর্বে থাকছে বড় চমক। জানা গেছে, ‘খোসলা কা ঘোঁসলা ২’-এর মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, সিনেমার চিত্রনাট্য নিয়ে বর্তমানে কাজ চলছে এবং হুমা কুরেশি ইতোমধ্যেই ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে প্রথম পর্বের অবিস্মরণীয় চরিত্রগুলোতে অভিনয় করা অনুপম খের বা বোমান ইরানি এই সিক্যুয়েলে থাকবেন কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতারা কাস্টিং নিয়ে এখনই মুখ খুলতে নারাজ।

সবকিছু ঠিক থাকলে, আগামী নভেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ছবিটি আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

উল্লেখ্য, হুমা কুরেশিকে সর্বশেষ সোনাক্ষী সিনহার সঙ্গে ‘ডাবল এক্সেল’ সিনেমায় দেখা গিয়েছিল। ‘খোসলা কা ঘোঁসলা’-র মতো একটি ক্লাসিক সিনেমার সিক্যুয়েলে তাঁর অন্তর্ভুক্তি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা তৈরি করেছে। এখন দেখার অপেক্ষা, পুরনোদের ছাড়া বা নতুনদের সঙ্গে নিয়ে এই সিক্যুয়েলটি আসল ছবির ম্যাজিক ফিরিয়ে আনতে পারে কি না।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0