Logo

সিনেমায় বেড়াতে আসেননি সাবিলা নুর, হতে চান নিয়মিত

শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করায় সিনেমাটি আলোচনায় ছিল এবং তিনি ‘ফ্লপ’ তকমা থেকে বেঁচে যান। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি সামনে এগোতে চান।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত কোরবানির ঈদে সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় নাট্যাভিনেত্রী সাবিলা নূরের। প্রথম সিনেমা মুক্তির পর প্রায় দুই মাস কেটে গেলেও, নতুন কোনো সিনেমার ঘোষণা না দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন— তবে কি নাটকের অভিনেত্রীরা সিনেমায় নিয়মিত হতে পারেন না? তাঁর সিনেমার ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছিল, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুললেন সাবিলা। তিনি সাফ জানিয়ে দিলেন, সিনেমায় তিনি শুধু বেড়াতে আসেননি, বরং এখানেই নিয়মিত হতে চান।

সাবিলা নূর বলেন, “নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। তাই অভিনেত্রী হিসাবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত হতে।”

তিনি আরও জানান, বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তাঁর রয়েছে।

‘তাণ্ডব’ সিনেমায় তাঁর অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করায় সিনেমাটি আলোচনায় ছিল এবং তিনি ‘ফ্লপ’ তকমা থেকে বেঁচে যান। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি সামনে এগোতে চান।

সাবিলা দেশের সিনেমার ভবিষ্যৎ নিয়েও বেশ আশাবাদী। তিনি বলেন, “গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে সিনেমার প্রতি আরও উৎসাহিত করেছে। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবকাশযাপনে থাকা এই অভিনেত্রীর স্পষ্ট বক্তব্যে এটা পরিষ্কার যে, তিনি দীর্ঘ পরিকল্পনা নিয়েই সিনেমার জগতে পা রেখেছেন।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0