জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কেউ বলছেন, বোমা বিস্ফোরণ। আবার কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ। তবে ফায়ার সার্ভিস বলছে, এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি।
রোববার (১০ আগস্ট) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনে আগুন জ্বলছে। অন্ধকারের মধ্যে মানুষের চিৎকার চেঁচামিচি। ভিডিওগুলো চট্টগ্রাম বন্দর এলাকার বলে দাবি করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বন্দর এলাকায় বিস্ফোরণের কোনো সংবাদ তাদের কাছে নেই।
ফেসবুকে অনেকেই চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে ভিডিওটি পোস্ট করেছেন। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলো জানিয়েছেন স্থানীয়রা।
সত্যবার্তা নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে দাবি করা হয়, চট্টগ্রাম বন্দর এরিয়ার পাশে ভয়ংকর বিস্ফোরণ।
যদিও সেখানে কোন জায়গায় বিস্ফোরণ, কখন বিস্ফোরণ- এসব বিষয়ে কোনো তথ্য নেই। ওই পেইজের ভিডিওটি ২৭ জন শেয়ার করেছেন।
মো. আনিসুর রহমান আয়ান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়— ‘এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনের ভয়ংকর বিস্ফোরণ। বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। সকলে চট্টগ্রাম মেডিকেলে চলে আসো। আহতদের অনেক রক্তের প্রয়োজন।’
রাত দেড়টার দিকে মুহাম্মদ গোলাম রহমান আরবী নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়—চট্টগ্রাম বন্দর আশেপাশে এক ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। ওই পোস্টের কমেন্টে অনেকে কোথায় বিস্ফোরণ ও কখন বিস্ফোরণ জানতে চেয়েছেন। সেখানেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে মুহাম্মদ গোলাম রহমান আরবী জানান, তিনি বন্দরের কোন এলাকায় বিস্ফোরণ হয়েছে জানেন না। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় থাকেন। ভিডিওটি তার পরিচিত লোকজন করেছেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0