এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের জাদুকরী কণ্ঠে আবারও শোনা যাবে বাংলা গান। এবার তিনি একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন, যেখানে তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংগীতশিল্পী রুবাইয়াত জাহান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানের সঙ্গে গান গাইতে পারাটা যে কোনো শিল্পীর জন্যই এক বিরাট স্বপ্নপূরণের মতো। সেই অনুভূতিই প্রকাশ পেয়েছে রুবাইয়াত জাহানের কথায়। তিনি বলেন, “আমার কাছে মনে হলো আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন।”
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে লন্ডনে এবং তাতে অংশ নিয়েছেন স্বয়ং রাহাত ফতেহ আলী খান। জানা গেছে, গানটি আগামীকাল, ২ সেপ্টেম্বর, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান এর আগেও বাংলা গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। দেশের আরেক কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে তাঁর গাওয়া ‘ভালোবাসা পর হয়েছে’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কবির বকুলের মতো একজন স্বনামধন্য গীতিকারের কথায়, রাহাতের কণ্ঠে নতুন এই বাংলা গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে এখন থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0