বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আমিরের প্রযোজনায়, জুনায়েদের নায়িকা সাই পল্লবী।

২০০৮ সালে ‘জানে তু... ইয়া জানে না’-র মতো কাল্ট ক্লাসিক এবং ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর আমির খান ও মনসুর খানকে আর একসঙ্গে প্রযোজনা করতে দেখা যায়নি। দীর্ঘ ১৭ বছরের সেই বিরতির এবার অবসান ঘটছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডে একগুচ্ছ বড় চমক নিয়ে আসছে নতুন সিনেমা ‘এক দিন’। এই একটি সিনেমার মাধ্যমেই ঘটছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমত, দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে প্রযোজনায় ফিরছেন আমির খান ও তাঁর ভাই মনসুর খান। দ্বিতীয়ত, দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী সাই পল্লবী এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করছেন। এবং তৃতীয়ত, আমির খানের পুত্র জুনায়েদ খানের সঙ্গে সাই পল্লবীর এক নতুন জুটি পেতে চলেছে দর্শক। সব মিলিয়ে, এই সিনেমাটি নিয়ে দর্শক ও চলচ্চিত্র মহলে উত্তেজনা এখন তুঙ্গে।

প্রযোজক হিসেবে আমির-মনসুরের প্রত্যাবর্তন: ২০০৮ সালে ‘জানে তু... ইয়া জানে না’-র মতো কাল্ট ক্লাসিক এবং ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর আমির খান ও মনসুর খানকে আর একসঙ্গে প্রযোজনা করতে দেখা যায়নি। দীর্ঘ ১৭ বছরের সেই বিরতির এবার অবসান ঘটছে। তাঁরা যৌথভাবে ‘এক দিন’ সিনেমাটি প্রযোজনা করছেন। ‘জানে তু...’ দিয়ে যেমন তাঁরা ইমরান খানের মতো নবাগতকে তারকা বানিয়েছিলেন, এবারও তাঁদের নতুন বাজি আমিরের ছেলে জুনায়েদ এবং বলিউডে নবাগতা সাই পল্লবীর ওপর। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ এই খবরটি নিশ্চিত করেছেন।

সাই পল্লবীর বহুল প্রতীক্ষিত অভিষেক: দক্ষিণে নিজের সহজাত এবং শক্তিশালী অভিনয় দিয়ে সাই পল্লবী ইতোমধ্যে অসংখ্য ভক্তের মন জয় করেছেন। হিন্দি সিনেমার দর্শকরা দীর্ঘদিন ধরেই বলিউডে তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষা ফুরোচ্ছে। আমির খান প্রোডাকশনসের মতো বড় ব্যানারে এবং জুনায়েদ খানের বিপরীতে তাঁর এই অভিষেককে ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

পর্দায় নতুন জুটি: ২০২৪ সালে ‘মহারাজ’ সিনেমার মাধ্যমে জুনায়েদ খানের অভিনয় জীবন শুরু হলেও, ‘এক দিন’ হতে চলেছে তাঁর প্রথম প্রেমের ছবি। সাই পল্লবীর মতো একজন শক্তিশালী অভিনেত্রীর সঙ্গে তাঁর নতুন এই জুটি নিয়ে দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাই পল্লবীর অভিনয় দক্ষতা আর জুনায়েদের নতুনত্বের মিশেল পর্দায় এক নতুন রসায়ন তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সুনীল পাণ্ডে পরিচালিত এই সিনেমাটি আগামী ৭ নভেম্বর, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একটি কিংবদন্তি প্রযোজক জুটির প্রত্যাবর্তন এবং এক নতুন জুটির আগমন— সব মিলিয়ে ‘এক দিন’ এখন বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমায় পরিণত হয়েছে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0