এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আশি ও নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল তীব্র। সিনেমায় মাফিয়াদের অর্থ বিনিয়োগ থেকে শুরু করে তারকাদের প্রাণনাশের হুমকি— সবই ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। ভয়ে যখন ইন্ডাস্ট্রির বড় বড় তারকারাও চুপ করে থাকতেন, ঠিক তখনই অন্ধকার এই শক্তির বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী প্রীতি জিনতা।
সময়টা ছিল ২০০১ সাল। সালমান খান এবং রানি মুখার্জির সঙ্গে প্রীতি জিনতার ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমাটি মুক্তি পায়। তখন খবর ছড়ায়, এই সিনেমায় নাকি টাকা লাগিয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল। পুলিশ তদন্ত শুরু করলে, পুরো ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সেই সময় প্রীতি জিনতাসহ আরও বেশ কয়েকজন তারকাকে ফোন করে টাকা দাবি করা হয় এবং হুমকি দেওয়া হয়।
মামলাটি যখন আদালতে ওঠে, তখন পুলিশ তারকাদের সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ভয়ে, বেশিরভাগ তারকাই পিছিয়ে যান এবং সাক্ষ্য দিতে অস্বীকার করেন।
কিন্তু প্রীতি জিনতা ভয় পাননি। তিনি আদালতে গিয়ে স্পষ্টভাবে গ্যাংয়ের নাম উল্লেখ করেন এবং জানান, তাঁকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল।
প্রীতির এই সাহসী সাক্ষ্যের পরেই, পুলিশ ছবির অর্থ লগ্নিকারী ভরত শাহ এবং প্রযোজক নাজিম রিজভিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বলিউড-এর ইতিহাসে প্রীতি জিনতার এই পদক্ষেপ এক বিরল দৃষ্টান্ত হয়ে আছে, যা প্রমাণ করে, তিনি শুধু পর্দারই নন, বাস্তব জীবনেরও এক নির্ভীক নায়িকা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0