এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হওয়া, দুর্নীতি এবং নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ‘শাস্তি’ হিসেবে, সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ‘সামাজিকভাবে বয়কট’ করার ডাক দিয়ে পোস্টার পড়েছিল তাঁর বাড়ির আশেপাশে। এই ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায়, অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই মামলাতেই বড় জয় পেলেন অভিনেত্রী। কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে, শ্রীলেখার বাড়ির সামনে থেকে সমস্ত বিতর্কিত পোস্টার সরিয়ে ফেলতে এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিরাপত্তা সংক্রান্ত এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই রায় দেন। তিনি স্থানীয় পুলিশকে নির্দেশ দেন শ্রীলেখার বাড়ির সামনে থেকে সমস্ত অসম্মানজনক এবং বিতর্কিত পোস্টার অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এবং অভিনেত্রীর নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে।
সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে কোনো কুরুচিকর মন্তব্য বা ট্রোলিংয়ের ক্ষেত্রেও পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হবে।
এই মামলার পরবর্তী শুনানি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
গত কয়েক বছর ধরেই শ্রীলেখা মিত্র বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে, বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে, সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। গত ৯ আগস্ট, ‘অভয়ার ন্যায় বিচারের’ দাবিতে তিনি একটি প্রতিবাদ মিছিলেও অংশ নেন। এরপরই তাঁকে অনলাইনে তীব্রভাবে ট্রোল করা শুরু হয় এবং তার কয়েকদিন পরেই তাঁর বাড়ির সামনে পোস্টার দিয়ে তাঁকে “সামাজিকভাবে বয়কট” করার ডাক দেওয়া হয়।
আদালতের এই রায়কে মত প্রকাশের স্বাধীনতার জয় এবং হেনস্থার বিরুদ্ধে এক বড় পদক্ষেপ হিসেবেই দেখছেন শ্রীলেখার অনুগামীরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0