শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

স্ত্রীর চোখে ‘অলৌকিক’ মনোজ বাজপেয়ী

“আমি কখনও বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি। হয়ত আমার জেদ, আমার ঝুঁকি নেওয়ার মানসিকতাই আমাকে এগিয়ে দিয়েছে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রায় তিন দশক ধরে তিনি বলিউডে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ‘সত্য’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘দ্য ফ্যামিলি ম্যান’— প্রতিটি কাজেই তিনি অভিনয়ের এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন। কিন্তু এই দীর্ঘ পথচলা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর সেই সংগ্রামের কথাই তুলে ধরেছেন এবং জানিয়েছেন এক মজার তথ্য— তাঁর স্ত্রী শাবানাও নাকি অবাক হয়ে যান, এত লোককে রাগিয়ে দিয়েও তিনি কীভাবে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন!

সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেন, তাঁর স্ত্রী শাবানা তাঁকে প্রায়শই অবাক হয়ে প্রশ্ন করেন, “এ যেন একেবারেই অলৌকিক ব্যাপার! তুমি কীভাবে এখনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো! কারণ তুমি তো বারবার তোমার আচরণে লোকজনকে রাগিয়ে দাও, অথচ এখনও কীভাবে কাজ পেয়ে যাচ্ছো।”

এই প্রসঙ্গে মনোজ বলেন, “আমি কখনও বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি। হয়ত আমার জেদ, আমার ঝুঁকি নেওয়ার মানসিকতাই আমাকে এগিয়ে দিয়েছে।”

মনোজ জানান, ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার ‘সত্য’ ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিলেও, এর আগে তাঁকে বারবার প্রত্যাখ্যানের শিকার হতে হয়েছে। এমনকি, তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD)-তে ভর্তির সুযোগও পাননি। কিন্তু হাল না ছেড়ে, ছোট ছোট চরিত্র দিয়েই তিনি আজ বলিউডের অন্যতম সেরা অভিনেতা। 

এই মাসের ৫ তারিখে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কমেডি-থ্রিলার ইন্সপেক্টর জেন্ডে,যেটা ব্যাপক প্রশংসিত হচ্ছে ।

বর্তমানে মনোজ বাজপেয়ী তাঁর নতুন সিনেমা ‘জুগনুমা - দ্য ফেবল’-এর প্রচার নিয়ে ব্যস্ত। রাম রেড্ডি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন দীপক দোব্রিয়াল, প্রিয়াঙ্কা বসু এবং তিলোত্তমা সোমের মতো শক্তিশালী শিল্পীরা।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0