এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: চীনের জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে তিনি প্রাণ হারান। ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে খ্যাতি পাওয়া এই তারকার আকস্মিক প্রয়াণে চীনসহ পূর্ব এশিয়ার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ইউ মেংলং-এর টিমের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ ইতোমধ্যেই জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।”
শেষ মুহূর্তগুলো: স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর কয়েকদিন আগে থেকেই ইউ মেংলং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাঁকে খুঁজে না পেয়ে বাইরে বের হন এবং এক প্রতিবেশী নিচে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
যদিও পুলিশ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনো অপরাধমূলক ষড়যন্ত্র বা আত্মহত্যা জড়িত নয়, তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে।
ইউ মেংলং-এর এই অকাল প্রয়াণে তাঁর অগণিত ভক্ত এবং সহকর্মীরা শোকস্তব্ধ। সামাজিক মাধ্যমে তাঁরা শোকবার্তা জানিয়ে প্রিয় এই শিল্পীকে স্মরণ করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0