এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতেও চলল এলোপাতাড়ি গুলি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে, ভারতের উত্তর প্রদেশের বরেলিতে অবস্থিত তাঁর বাসভবনের বাইরে এই ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। ঘটনার পরপরই, একটি গ্যাংস্টার বাহিনী ফেসবুকে পোস্ট দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, এটি ছিল শুধুমাত্র একটি ‘ট্রেলার’।
হামলার পর, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ নামের দুই ব্যক্তি এক ফেসবুক পোস্টে এই হামলার দায় স্বীকার করে। পোস্টে লেখা হয়, দিশা পাটানির বোন, খুশবু পাটানি, সম্প্রতি হিন্দু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্যকে অপমান করেছিলেন এবং সনাতন ধর্মকে হেয় করার চেষ্টা করেছিলেন। তারই ‘শাস্তি’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
তাঁরা পোস্টে হুঁশিয়ারি দিয়ে লেখে, “তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের অপমান করেছিলেন। ...এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না।”
এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং সামাজিক মাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে। গোয়েন্দারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
তবে, এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে অভিনেত্রী দিশা পাটানি বা তাঁর বোন খুশবু পাটানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৪ এপ্রিল, গ্যাংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে সালমান খানের মুম্বাইয়ের বাড়িতেও গুলি চালানোর ঘটনা ঘটেছিল। দিশা পাটানির বাড়িতে এই নতুন হামলা বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও গভীর উদ্বেগ তৈরি করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0