এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘কেন এখনও বিয়ে করছো না?’— এই প্রশ্নটি দক্ষিণ এশিয়ার নারীদের প্রায়শই শুনতে হয়। এবার সেই সামাজিক চাপ নিয়েই মুখ খুললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মায়া আলি। ‘মন মায়াল’ খ্যাত এই তারকা সম্প্রতি এক পডকাস্টে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সামাজিক চাপের কাছে নতি স্বীকার করে বিয়ে করবেন না, বরং নিজের শর্তেই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেবেন।
বিয়ে নিয়ে মায়া আলি বলেন, “কেন এখনো বিয়ে করিনি— শুধু কেউ এই প্রশ্ন করছে বলে বিয়ে করা উচিত নয়।” তিনি মনে করেন, সমাজ প্রায়শই নারীদের উপর বয়স বেড়ে যাওয়া বা অন্য কেউ তাঁকে সুখে রাখবে— এমন কথা বলে চাপ সৃষ্টি করে।
কিন্তু তাঁর কাছে বিয়ে এর চেয়েও অনেক বড় একটি বিষয়। তিনি বলেন, “এটা দুই পরিবার ও দুই ব্যক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আসল বিষয় হলো— তাদের মধ্যে বোঝাপড়া ও যোগসূত্র থাকা।”
তিনি আরও যোগ করেন, “যেদিন আমি কারও সঙ্গে সেই যোগসূত্র অনুভব করব, সেদিন অবশ্যই বিয়ে করব। কিন্তু কারো কথায় নয়।”
বিয়ের সময় নিয়ে মায়া আলি তাঁর ধর্মীয় বিশ্বাসের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “আমরা যদি সব সময় বলি, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে কেন আমরা বিশ্বাস করি না যে, বিয়েটাও তারই সিদ্ধান্ত? এটা তখনই ঘটবে, যখন হওয়ার সময় হবে।”
সব মিলিয়ে, মায়া আলির এই পরিণত এবং বলিষ্ঠ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তিনি প্রমাণ করলেন, সামাজিক প্রত্যাশার চেয়ে ব্যক্তিগত বোঝাপড়া এবং সঠিক সময়ই একটি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0