শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপে ধোনির মতো নেতৃত্ব দিতে চান পাকিস্তানের অধিনায়ক

ভারতের মাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতের মাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। যদিও রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মেয়েরা সেদেশে যাবে না। তাদের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার কলম্বোকে। আইসিসির এই মেগা ইভেন্টে প্রথমবার পাকিস্তানকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ফাতিমা সানা। এর আগে তিনি সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসা ও তাকে অনুসরণের কথা জানিয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ফাতিমা সানা। ২৩ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অধিনায়কত্ব করা অবশ্যই চাপের। কিন্তু আমি মহেন্দ্র সিং ধোনি কাছ থেকে প্রেরণা নিচ্ছি।’

ক্যাপ্টেন–কুলখ্যাত ধোনি অধিনায়কত্বের জন্য অনেক বেশি প্রশংসিত ও জনপ্রিয়। লম্বা সময় তাকে অনুসরণ করে শিখেছেন ফাতিমা, ‘আমি তাকে ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তাকে অনুসরণ করে আসছি। মাঠের ভেতরে তার সিদ্ধান্ত, স্থিরতা ও যেভাবে নিজের ক্রিকেটারদের পাশে থাকে, সেখান থেকে শেখার অনেক কিছু আছে। আমি যখন নেতৃত্ব পেয়েছি, তখনই ভেবেছি আমাকে ধোনির মতো হতে হবে। তার অনেক সাক্ষাৎকারও দেখেছি আমি এবং অনেক কিছু শিখেছি।’

আগামী ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী বিশ্বকাপে যাত্রা শুরু করবে পাকিস্তান। টুর্নামেন্টটিতে প্রথমবার সেমিফাইনাল খেলার লক্ষ্য পাক অধিনায়ক ফাতিমার, ‘এবার পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা জানেন তাদের জন্য এই প্রতিযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। তাই আশা করি আমাদের “অপয়া” এবার সরে যাবে। আমরা অতীতে বাস করতে চাই না, আমার লক্ষ্য দলকে সেমিফাইনালে তোলা।’

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আট দলের এই প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগমুহূর্তে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ এবং ছেলেদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।

আইসিসির এই সিদ্ধান্তের সাধুবাদ জানিয়ে ফাতিমা সানা বলেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য পুরস্কারের অর্থবরাদ্দের এই সিদ্ধান্ত অনেক প্রেরণাদায়ক হবে। এর মানে তারা নারী ক্রিকেটকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আশা করি ভবিষ্যতেও এমনসব সুযোগ আসবে। এখন স্কুল ক্রিকেটেও অনেক মেয়েরা খেলছে, আমাদের আন্তর্জাতিক ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার হয়। প্রাপ্য মর্যাদা পাচ্ছে নারী ক্রিকেট।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0