শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সময় এসেছে: আনচেলত্তি

বহু বছর ধরেই ‘হেক্সার’ স্বপ্ন দেখছে ব্রাজিল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বহু বছর ধরেই ‘হেক্সার’ স্বপ্ন দেখছে ব্রাজিল। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছে না সেলেসাওরা। এবার সেই স্বপ্ন পূরণের সময় এসেছে বলে জানিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ২৪ বছর হয়ে গেছে। তবে এবার সময় এসেছে। দায়িত্বটা বিশাল। তবে একটা দেশের অনুপ্রেরণা বড় পার্থক্য গড়ে দিতে পারে। দলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কমপক্ষে ৭০ জন খেলোয়াড় আছেন যারা সেলেসাও দলে জায়গা পাওয়ার মতো। মান তো আছেই, তবে দলের সম্মিলিত শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখে ইতিমধ্যে একটা গ্রুপকে একত্রিতও করেছেন বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘বিশ্বকাপকে মাথায় রেখে এরই মধ্যে একটা গ্রুপকে একত্রিত করেছি। ২৬ জনের তালিকা দেওয়াটা হয়তো বড় ভুল হতে পারে।’

এদিকে ঘরের মাঠ রিও ডি জেনিরোয় চিলিকে আটকাতে রণকৌশল সাজাতে যখন ব্যস্ত আনচেলত্তি তখন আবার কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে তাকে। কেননা নিজের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন নেইমার। চোটের কারণে দল থেকে বাদ পড়েননি বলে জানিয়েছেন তিনি।

তবে দল ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছিলেন, গত সপ্তাহে নেইমার ছোটখাটো চোটে পড়ায় আমরা চেয়েছি সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের নিয়ে স্কোয়াড সাজাতে। ব্রাজিল কোচের এমন মন্তব্যের পর নেইমার নিজের বিষয়টা পরিস্কার করায় তাই দ্বিতীয়বার আনচেলত্তিকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামার আগে নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘শারীরিক কোনো সমস্যা নয়, কৌশলগত সিদ্ধান্ত ছিল। বেশ কিছু কারণে এই কৌশলগত সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নেইমারের প্রতিভা নিয়ে কেউই দ্বিমত করতে পারবে না। তবে তার এবং অন্যদেরও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0