স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দু’টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচ খেলতে বাংলাদেশ দল গতকাল কাঠমান্ডু পৌঁছেছে। গতকাল বিকেলে কাঠমান্ডুর আর্মি স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা।
সামিত সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে খেলবেন না আগেই নিশ্চিত ছিল। শারীরিক চোটের জন্য হামজা দেওয়ান চৌধুরি নেপালে আসছে না। এটা গত মঙ্গলবার বাফুফে নিশ্চিত হয়েছে। তাই গতকাল নেপালের অনুশীলনে সাংবাদিকদের হামজাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে। তিনি এই প্রসঙ্গে বলেন, 'হামজা-সামিত না আসায় অনেকে গত ম্যাচের চেয়ে বেশি গেম টাইম পাবে। এটা তাদের জন্য ভালো সুযোগ। সবার জন্যই বড় চ্যালেঞ্জ।'
বাংলাদেশ দলের ফরোয়ার্ড ইব্রাহিম গতকাল নেপালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। হামজা-সামিত দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তাদের অনুপস্থিতি নিজেদের অভিজ্ঞতা দিয়ে পূরণের অঙ্গীকার ব্যক্ত করলেন তিনি, 'হামজা-সামিত নেই আবার অ-২৩ দলেও রয়েছে কয়েকজন। আমরা এখানে যারা রয়েছি তারা অভিজ্ঞ। আমাদের অভিজ্ঞতা দিয়ে তাদের ঘাটতি পূরণের চেষ্টা করব।'
নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় নেই বছর তিনেকের বেশি সময়। এবার কাঠমান্ডুতে জিততে চান ক্যাবরেরা, 'এই দুই ম্যাচ মূলত হংকংয়ের বিপক্ষে প্রস্তুতির। এরপরও ম্যাচ মানেই আমরা জয়ের জন্য নামব।’ নেপালে গতকাল বিকেলে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া নিয়ে তেমন অভিযোগ নেই কোচের, 'এখানে আবহাওয়া বেশ ভালোই। বৃষ্টিও হয়েছে , তেমন সমস্যা নেই।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0