স্পোর্টস ডেস্ক
ঢাকা: দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। বিওএ’তে জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকেন। অলিম্পিকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম গতকাল পদত্যাগ করেছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি বরাবর তিনি পদত্যাগপত্র দিয়েছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ আমিনুল ইসলাম পদত্যাগ পত্রে লিখেছেন, তিনি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অন্য কর্মস্থলে বদলি হয়েছেন। গতকাল (৪ সেপ্টেম্বর) তিনি অবমুক্ত হবেন। তাই সক্রিয় প্রতিনিধিত্বের স্পিরিট অনুসরণে তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী কমিটি উভয় পদ থেকে পদত্যাগ করেছেন।
এক চিঠিতে তিনি পদত্যাগ করেছেন। আরেক চিঠিতে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সাধারণ পরিষদ এবং কার্যনির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য মনোনয়ন প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (বর্তমানে নির্বাহী পরিচালক), পরিচালকরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়ন হন। চাকরিসূত্রে মূলত তারা অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় ক্রীড়া পরিষদের কমিটিতে থাকেন। কর্মসূত্রে অন্যত্র বদলি হওয়ার দিনই স্বেচ্ছায় অলিম্পিক থেকে পদত্যাগ করার রীতি পূর্বে তেমন দেখা যায়নি।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে মোঃ আমিনুল ইসলামের শেষ কর্ম দিবস ছিল। দুপুরের দিকে তার অনানুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান হয় জাতীয় ক্রীড়া পরিষদে। তার স্থলাষিভিক্ত হচ্ছেন কাজী নজরুল ইসলাম। যিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত মহাপরিচালক পদে রয়েছেন। কয়েক বছর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কাজ করেছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0