স্পোর্টস ডেস্ক
ঢাকা: আর কয়েকদিন পরেই শুরু হবে এশিয়া কাপ। তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর। অনেক কম দামে ভারতীয় ক্রিকেটারদের জার্সি কিনতে পারছেন তারা। সরকারের বিশেষ আইনের ফলে ‘ড্রিম ১১’ আর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর নেই। তারা সরে দাঁড়াতেই কমে গেছে ভারতীয় ক্রিকেটারদের জার্সির দাম।
ভারতীয় ক্রিকেট দলের জার্সির নির্মাতা অ্যাডিডাস। তারা জানিয়েছে, ‘ড্রিম ১১’ লেখা জার্সির দাম ৮০ শতাংশ কমে গেছে। আগে এই জার্সি ৫৯৯৯ টাকায় বিক্রি হতো। এখন তা বিক্রি হবে ১১৯৯ টাকায়। অর্থাৎ, ৪৮০০ টাকা দাম কমেছে। অ্যাডিডাসের দোকান থেকে অনলাইনে কম টাকায় জার্সি কেনা যাবে।
টাকার বিনিময়ে অনলাইনে খেলা যায় সম্প্রতি এমন অ্যাপগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে ‘ড্রিম ১১।’ চলতি বছর আগস্ট মাসে চুক্তি শেষ করেছে তারা। এতে শুধু পুরুষদের নয়, নারীদের জার্সির দামও কমে গেছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো হারমানপ্রীত কউর, স্মৃতি মান্ধানাদের জার্সিও ১১৯৯ টাকায় কেনা যাবে।
২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি সই করেছিল ‘ড্রিম ১১।’ ২০২৬ সাল পর্যন্ত সেই চুক্তি ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর সরে দাঁড়িয়েছে তারা। এই বিষয়ে অবশ্য বিসিসিআই বা ‘ড্রিম ১১’ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কিন্তু এরই মধ্যে নতুন স্পনসরের জন্য দরপত্র ঘোষণা করেছে বোর্ড। যা থেকে পরিষ্কার, নতুন স্পনসরের খোঁজ করছে তারা।
এশিয়া কাপের জন্য জার্সি আগেই তৈরি করে ফেলেছিল অ্যাডিডাস। তাতে স্পনসর হিসেবে ‘ড্রিম ১১’-এর নাম ছিল। কিন্তু এই পরিস্থিতিতে এশিয়া কাপ স্পনসর ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে। নতুন স্পনসর আসার আগে পুরনো জার্সি বিক্রি করে দিতে চাইছে অ্যাডিডাস। সেই কারণেই জার্সির দাম এতটা কমিয়ে দিয়েছে তারা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0