স্পোর্টস ডেস্ক
ঢাকা: দীর্ঘ এক দশক পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াবের নতুন কমিটি গঠিত হলো। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলার একাডেমি ভবনে অনুষ্ঠিত হয় এই ভোট। যেখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
কোয়াবের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন আরও ১০ জন সদস্য। মিঠুন ছাড়াও কমিটিতে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
এবারের এই কমিটিতে নেই সাধারণ সম্পাদকের কোনো পদ। নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান সুক্কুর ও আকবর আলী।
এবার শুধুমাত্র সভাপতি পদে ভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে মিঠুনের প্রতিদ্বন্দ্বী ছিলেন সেলিম শাহেদ। নির্বাচনে সেলিম শাহেদ পেয়েছেন ৩৪ ভোট। অন্যদিকে ১৫৪ ভোট পেয়ে সেলিমকে হারিয়েছেন মিঠুন। এছাড়া বাকি পদগুলোতে একাধিক প্রার্থিতা না থাকায় ১০ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0