এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অনলাইন জুয়ার বিজ্ঞাপন এবং প্রচারণার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে এবার ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরার মুখে পড়লেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা প্রকাশ রাজ। আজ বুধবার (৩০ জুলাই) সকালে তিনি হায়দ্রাবাদে ইডি-র আঞ্চলিক দপ্তরে হাজিরা দেন। শুধু প্রকাশ রাজই নন, এই মামলায় নাম জড়িয়েছে বিজয় দেবেরাকোন্ডা, সাই পল্লবী, রানা দগ্গুবতিসহ দক্ষিণ ভারতের আরও প্রায় ২৫ জন জনপ্রিয় তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু অনলাইন বেটিং বা জুয়ার অ্যাপ প্রচার করার জন্য এবং তার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগে প্রকাশ রাজকে তলব করেছিল ইডি। আজ সকালে তিনি ইডি দপ্তরে পৌঁছান এবং তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। যদিও জিজ্ঞাসাবাদের পর তিনি বা ইডি-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
এই ঘটনা শুধু প্রকাশ রাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। গত ২০ মার্চ তেলেঙ্গানা পুলিশ ২৫ জনেরও বেশি তারকার বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিল। ইডি সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে।
জানা গেছে, আগামী ৬ আগস্ট জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে এবং ১৩ আগস্ট অভিনেত্রী লক্ষ্মী মঞ্চুকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অভিযোগের তালিকায় আরও রয়েছেন সাই পল্লবী, প্রণিতা সুভাষ, নিধি আগারওয়াল, ইমরান খানের মতো পরিচিত মুখেরা।
যদি অভিযুক্ত তারকারা তাঁদের যুক্তিতে প্রমাণ করতে পারেন যে, তাঁরা অ্যাপগুলোর অবৈধ কার্যকলাপ সম্পর্কে অবগত ছিলেন না, তাহলে হয়তো তাঁরা অভিযোগ থেকে অব্যাহতি পেতে পারেন। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তারকাদের ব্যবহার করে অনলাইন জুয়ার এই রমরমা ব্যবসা নিয়ে ইডি-র এই কঠোর পদক্ষেপে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0