এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী এবার তাঁর ব্যান্ড ‘টিম ঐশী এক্সপ্রেস’-কে নিয়ে যাচ্ছেন রংপুর মাতাতে। আজ, ১৮ আগস্ট, সোমবার, রংপুরের বদরগঞ্জ উপজেলার খোলাহাটিতে শুরু হতে যাওয়া ‘খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প ও বানিজ্য মেলা ২০২৫’-এর শুভ উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। এই আয়োজনকে ঘিরে স্থানীয় তরুণ-তরুণী এবং ঐশী ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেনাপল্লী মাঠ, খোলাহাটি, বদরগঞ্জ, রংপুর-এ। মেলার উদ্বোধনী দিনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন ঐশী এবং তাঁর ব্যান্ড ‘টিম ঐশী এক্সপ্রেস’। তাঁরা সন্ধ্যায় মঞ্চে উঠবেন এবং তাঁদের জনপ্রিয় সব গান দিয়ে দর্শকদের মন জয় করবেন বলে আশা করা হচ্ছে।
ঐশী তাঁর অনবদ্য গায়কী এবং শক্তিশালী মঞ্চ পারফরম্যান্সের জন্য বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী। লোকসংগীত এবং আধুনিক— সব ধরনের গানেই তিনি সমান পারদর্শী। তাই খোলাহাটির বাণিজ্য মেলার মতো একটি বড় আয়োজনের উদ্বোধনীর জন্য তাঁকেই বেছে নিয়েছেন আয়োজকরা।
রংপুরের ‘দুষ্টু পোলাপানদের’ জন্য যে এটি এক দারুণ উপভোগ্য সন্ধ্যা হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0