এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: একদিকে দেশের ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ওয়েব সিরিজ নিয়ে চলছে আলোচনা, অন্যদিকে ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম সিনেমা। সব মিলিয়ে, দুই বাংলাতেই এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, প্রমাণ করছেন নিজের অভিনয়ের ব্যাপ্তি এবং জনপ্রিয়তা।
টালিউডে অভিষেক ও বাবার স্বপ্নপূরণ: প্রায় দুই বছর আগে টালিউডে যাত্রা শুরু করেছিলেন নওশাবা। অবশেষে তাঁর অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে। অনিক দত্ত পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন টলিউড সুপারস্টার আবীর চ্যাটার্জির বিপরীতে। ছবিটি নির্মিত হয়েছে ফেলুদা-ভক্তদের স্মৃতিচারণা ও এক রহস্যময় ধাঁধার গল্পকে কেন্দ্র করে।
এই সিনেমাটি নওশাবার কাছে এক বিশেষ আবেগ এবং অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। তিনি জানিয়েছেন, তাঁর প্রয়াত বাবা ছিলেন ফেলুদার বড় ভক্ত। নওশাবা বলেন, “আমার বাবা বেঁচে থাকতে স্বপ্ন দেখতেন আমি ভালো কাজ করব। আমি বিশ্বাস করি, সিনেমাটি দেখে তিনি অনেক খুশি হতেন।”
ওয়েবেও নওশাবার সাফল্য: টালিউডে মুক্তির খবরের পাশাপাশি, চলতি জুলাই মাসেই ‘কানাগলি’ নামের একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে নওশাবাকে। আহমেদ জিহাদ পরিচালিত এই সিরিজটিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আইশা খান, আবু হুরায়রা তানভীর ও লুৎফর রহমান জর্জের মতো শিল্পীরা।
সব মিলিয়ে, বড় পর্দার পাশাপাশি ওয়েব মাধ্যমেও নওশাবার এই সরব উপস্থিতি তাঁর ক্যারিয়ারের বৈচিত্র্যকেই প্রমাণ করে। সবকিছু ঠিকঠাক থাকলে, ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মুক্তির সময় তিনি কলকাতায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0