এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, বৈচিত্র্যপূর্ণ চরিত্রে নিপুণ অভিনয়ের মাধ্যমে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয়েছেন তানিয়া বৃষ্টি। তিনি প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন চরিত্রে আবিষ্কার করতে ভালোবাসেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন ‘পার্সেল’ নামের একটি নাটকে, যেখানে একটি পার্সেলকে কেন্দ্র করে তাঁর চরিত্রটি নানা ধরনের অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়।
নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি এবং এতে তানিয়া বৃষ্টির বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নাটকটির গল্প নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “নাটকটির গল্প আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। যে কারণে কাজটি করেছি আগ্রহ নিয়ে। একটি পার্সেলকে কেন্দ্র করেই নাটকের গল্প এগিয়ে যায়।”
নিজের চরিত্রটি নিয়ে তিনি আরও বলেন, “আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য পরিচালকের সঙ্গে আলোচনা করেই পারফেক্ট করার চেষ্টা করেছি।”
তানিয়া জানান, তিনি এখন ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছেন, যেখানে গতানুগতিক চরিত্রে অভিনয় করতে চান না। তাঁর ভাষায়, “এখন এমন একটা সময় যেখানে আমার নিজেকে নিজেরই প্রতিনিয়ত ভাঙতে হচ্ছে। যে কারণে অভিনয়ে চ্যালেঞ্জটা আরও বেশি। আগামীতে আরও ব্যতিক্রম ধরনের গল্পে আমাকে দেখা যাবে।”
এই নাটকটিও তাঁর নিজেকে ভাঙার চেষ্টারই একটি অংশ। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। নিলয়-তানিয়া জুটির এই নতুন এবং ভিন্নধর্মী কাজটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0