এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার ব্যক্তিগত ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’-এর। অভিনেতা ধানুশের পর এবার ২০০৫ সালের ব্লকবাস্টার সিনেমা ‘চন্দ্রমুখী’র ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছবিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান। আদালত এই বিষয়ে একটি কড়া নির্দেশ জারি করায়, প্রকল্পটি এখন বড় ধরনের আইনি এবং আর্থিক সংকটের মুখে পড়েছে।
নতুন বিতর্ক ও ৫ কোটির মামলা: ‘চন্দ্রমুখী’ ছবির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এপি ইন্টারন্যাশনালের অভিযোগ, রজনীকান্ত ও নয়নতারা অভিনীত এই সিনেমার কিছু দৃশ্য ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ ডকুমেন্টারিতে নির্মাতাদের কোনো রকম অনুমতি না নিয়েই ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এর আগেও তারা একাধিকবার আইনি নোটিশ পাঠিয়ে ফুটেজগুলো মুছে ফেলার জন্য অনুরোধ করেছিল। কিন্তু নয়নতারা ও তাঁর নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ সেইসব নোটিশকে গুরুত্ব না দেওয়ায়, তারা অবশেষে মাদ্রাজ হাইকোর্টে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করে।
আদালতের কড়া নির্দেশ: এই মামলার পরিপ্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছেন। আদেশে, ডকুমেন্টারি থেকে ‘চন্দ্রমুখী’ সিনেমার ফুটেজ অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজকে এই ডকুমেন্টারির মাধ্যমে এখন পর্যন্ত মোট কত টাকা আয় হয়েছে, তার বিস্তারিত হিসাব আদালতে জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।
একের পর এক অভিযোগ: এটিই প্রথম নয় যে, এই ডকুমেন্টারিটি কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হলো। এর আগে অভিনেতা ধানুশও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তাঁর প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’-এর ফুটেজ অনুমতি ছাড়া ব্যবহারের জন্য তিনিও আইনি নোটিশ পাঠিয়েছিলেন। বারবার একই ধরনের অভিযোগ ওঠায় ডকুমেন্টারিটির নির্মাণ প্রক্রিয়া এবং এর নির্মাতাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
যে প্রকল্পটি নয়নতারার ব্যক্তিগত জীবনের অদেখা মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ‘স্বপ্নের ডকুমেন্টারি’ই এখন তাঁর জন্য একের পর এক আইনি লড়াই এবং বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এই গুরুতর অভিযোগ এবং আদালতের নির্দেশ নিয়ে নয়নতারা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0