বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আমার ছেলের জীবন তোমাদের কনটেন্ট না— অপূর্ব

২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান আয়াশ।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ছেলে আয়াশকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাবা-ছেলের সেই আবেগঘন পুনর্মিলনের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করার পর তা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু এই নির্মল ভালোবাসার মুহূর্ত নিয়েও কিছু কুরুচিপূর্ণ এবং ভিত্তিহীন মন্তব্য করেন নেটিজেনদের একাংশ, যা দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এই অভিনেতা। তিনি শুধু কড়া ভাষায় এর জবাবই দেননি, বরং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছেন।

এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল ফারুক অপূর্ব লেখেন, “কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। ...সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিকও।”

তিনি ট্রোলারদের উদ্দেশে বলেন, “যাদের মস্তিষ্ক, হৃদয়ে নেগেটিভিটির ক‍্যান্সার, তাদেরকে মা-বাবা তাদের সন্তানকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে লেখেন, “আমার বা অন্য কারো সন্তান নিয়ে মনগড়া কোনো ভুল মন্তব্য করার আগে ভেবে নিন। আপনি যদি সত্য না জানেন, তবে নীরব থাকুন। কারণ কারো সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির ‘আইটেম’ নয়।”

অপূর্ব তাঁর পোস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিয়েছেন, তা হলো— তিনি ইতোমধ্যেই এই বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি লেখেন, “যারা চেষ্টা করেছেন সাংবাদিকতা নামক মহান পেশাকেও কলংকিত করতে এসব হঠাৎ গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেল বা পেইজগুলো দিয়ে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে তিনজনকে শনাক্ত করে আনাও হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে খুব শিগগির।”

তিনি এত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানান এবং সবাইকে মিলে একটি সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান আয়াশ। বাবার সঙ্গে ছেলের এই আবেগঘন মুহূর্ত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে অপূর্বর এই কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছেন তাঁর সহকর্মী ও অগণিত ভক্তরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0