বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের বেশিরভাগ নায়ক চূড়ান্ত অসভ্য—কঙ্গনা রানাওয়াত

“ওঁদের অসভ্যতামি শুধু যৌন হেনস্থা নয়। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা। ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া। অভিনেত্রীদের বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়া— এই সবকিছুরই আমি মুখোমুখি হয়েছি।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত আবারও তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করে আলোচনায়। সম্প্রতি জয়া বচ্চনকে ‘ঝগড়াটে মোরগ’ বলে কটাক্ষ করার পর, এবার তিনি বলিউডের বেশিরভাগ নায়ককে ‘চূড়ান্ত অসভ্য’ বলে অভিহিত করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নায়কদের এই ‘অসভ্যতা’র কারণেই তিনি খুব বেশি মূলধারার অভিনেতাদের সঙ্গে কাজ করেননি।

সাক্ষাৎকারে কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কখনও কোনো নায়কের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের শিকার হয়েছেন কি না। উত্তরে তিনি বলেন, “আমি খুব বেশি বড় নায়কদের সঙ্গে কাজ করিনি। কারণ বলিউডের বেশিরভাগ নায়ক চূড়ান্ত অসভ্য।”

তিনি ‘অসভ্যতা’র ব্যাখ্যা দিয়ে বলেন, “ওঁদের অসভ্যতামি শুধু যৌন হেনস্থা নয়। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা। ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া। অভিনেত্রীদের বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়া— এই সবকিছুরই আমি মুখোমুখি হয়েছি।”

কঙ্গনা আরও দাবি করেন, “আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করল শুধু এই কারণে যে আমি এসব মেনে নিইনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ মেয়েই চুপ থাকে। তাই ওঁদের আমার ব্যাপারে মনে হয়েছিল ‘এত অহংকার কিসের!’”

কঙ্গনা সম্প্রতি প্রবীণ অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনকেও ছাড়েননি। কয়েকদিন আগেই জয়া বচ্চনের মেজাজ হারানোর একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “অত্যন্ত অসভ্য ও স্বার্থপর একজন মহিলা। লাল শাড়ি আর সমাজবাদী পার্টির টুপি পরে তিনি যেন ঝগড়াটে মোরগের মতো দেখতে লাগছেন। 

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0