এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তাঁর বাবাকে হারিয়েছেন মাত্র কয়েকদিন আগে। বাবার এই আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। গত ছয় দিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আবেগঘন পোস্ট দিয়ে তাঁর গভীর শোক এবং বাবার শূন্যতার কথা প্রকাশ করছেন, যা তাঁর ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে নাড়া দিচ্ছে।
মিষ্টি জান্নাত তাঁর সর্বশেষ পোস্টে লিখেছেন, “শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো, আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ বছর।” তাঁর এই একটি বাক্যেই ফুটে উঠেছে বাবার জন্য তাঁর তীব্র হাহাকার।
তিনি আরও লেখেন, “জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।”
বাবার শূন্যতা যে কোনো জাগতিক প্রাপ্তি দিয়ে পূরণ করা সম্ভব নয়, সে কথাও উল্লেখ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “কতদিন দেখি না বাবা তোমায়। এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।”
প্রায়শই তিনি ব্যক্তিগত জীবন বা নানা গুঞ্জনের কারণে আলোচনায় থাকলেও, এবার তাঁর জীবনের এক চরম বেদনাদায়ক অধ্যায় সামনে এসেছে। এই কঠিন সময়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সহকর্মী এবং তাঁর অগণিত ভক্তরা তাঁকে সমবেদনা জানাচ্ছেন এবং তাঁর প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনা করছেন।
উল্লেখ্য,গত ৩০ জুলাই, বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর বাবা মো. মকবুল হুসাইন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0