Logo

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক,চাচার চরিত্রে ভাতিজা জাফার

সিনেমাটির শুটিং ২০২৪ সালের মে মাসে শেষ হলেও, কিছু দৃশ্য পুনরায় ধারণ করা এবং ছবির প্রাথমিক সংস্করণ বেশ দীর্ঘ হওয়ায় এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। একটা সময় এটিকে দুই পর্বে মুক্তি দেওয়ার কথাও ভাবা হয়েছিল।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মাইকেল’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে। প্রযোজনা সংস্থার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ প্রেক্ষাগৃহ এবং আইম্যাক্স-এ মুক্তি পাবে ‘কিং অফ পপ’-এর এই জীবনীচিত্র। এই খবর প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে তাঁর অগণিত ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তাঁরই ভাইপো, জাফার জ্যাকসন। তাঁর লুক এবং মাইকেলের সঙ্গে চেহারার সাদৃশ্য ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির সংক্ষিপ্ত বর্ণনায় বলা হয়েছে, “‘মাইকেল’ একজন সাধারণ কিশোর থেকে বিশ্ববিখ্যাত ‘পপের রাজা’ হয়ে ওঠা মাইকেল জ্যাকসনের জীবনের অনন্য, হৃদয়ছোঁয়া এবং প্রভাববিস্তারকারী যাত্রা তুলে ধরবে।”

অ্যান্টোয়ান ফুকুয়া পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন জন লোগান এবং প্রযোজনা করছেন ‘দ্য ডিপার্টেড’-এর জন্য অস্কারজয়ী প্রযোজক গ্রাহাম কিং। ১৫০ মিলিয়ন ডলারেরও বেশি বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করছেন কোলম্যান ডোমিংগো (পিতা জো জ্যাকসন), নিয়া লং (মাতা ক্যাথরিন জ্যাকসন), মাইলস টেলার (আইনজীবী জন ব্রাঙ্কা) এবং কেনড্রিক স্যাম্পসন (সংগীত পরিচালক কুইন্সি জোনস)-এর মতো তারকারা।

জানা গেছে, সিনেমাটির শুটিং ২০২৪ সালের মে মাসে শেষ হলেও, কিছু দৃশ্য পুনরায় ধারণ করা এবং ছবির প্রাথমিক সংস্করণ বেশ দীর্ঘ হওয়ায় এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। একটা সময় এটিকে দুই পর্বে মুক্তি দেওয়ার কথাও ভাবা হয়েছিল।

লায়ন্সগেট এবং ইউনিভার্সাল পিকচার্সের মতো বড় স্টুডিওর পরিবেশনায় নির্মিত এই বায়োপিকটি যে বিশ্বজুড়ে এক বড় আলোড়ন সৃষ্টি করতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। 



বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0