বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘Sand City’-র সাফল্যে উচ্ছ্বসিত মেহজাবীন, চাইলেন মিডিয়ার ‘কভারেজ’।

“বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও এক বড় সাফল্য পেল বাংলাদেশ। মেধাবী নির্মাতা মাহদে হাসান পরিচালিত এবং গুণী অভিনেতা মোস্তাফা মনোয়ার অভিনীত সিনেমা ‘Sand City’ এবার বিশ্বের অন্যতম সম্মানজনক এবং ‘এ’ ক্যাটাগরির চলচ্চিত্র উৎসব, কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে। এই অর্জনের খবরটি সামাজিক মাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি এটিকে দেশের জন্য এক ‘গর্বের মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

মেহজাবীনের উচ্ছ্বাস ও গণমাধ্যমের প্রতি আহ্বান: সহকর্মীদের এই বিরাট সাফল্যে মেহজাবীন চৌধুরী তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। তিনি লেখেন, “বাংলাদেশি সিনেমা যখন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় এবং বিশ্বমানের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে, তখন সত্যিই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত।”

তিনি ‘Sand City’র পুরো টিমকে আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি গণমাধ্যমের প্রতি এক বিশেষ অনুরোধও রাখেন। মেহজাবীন বলেন, “আশা করি আমাদের গণমাধ্যম এই অর্জন এবং এর সঙ্গে জড়িত মানুষদের যথাযথ কভারেজ দেবে।” তাঁর মতে, “বাংলাদেশের মানুষকে জানানো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সিনেমা এখন বেড়ে উঠছে, সীমা ছাড়িয় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করছে। আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে।”

আলোচনায় মাহদে হাসান ও মোস্তাফা মনোয়ার: ‘Sand City’ সিনেমার এই অর্জনের মাধ্যমে নির্মাতা মাহদে হাসানের স্বতন্ত্র নির্মাণশৈলী এবং অভিনেতা মোস্তাফা মনোয়ারের শক্তিশালী অভিনয় আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হওয়ার সুযোগ পেল। এই সাফল্য তাঁদের দীর্ঘদিনের শ্রম ও প্রতিভারই এক বড় স্বীকৃতি। একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে মেহজাবীনের এই সমর্থন এবং প্রচারের আহ্বান পুরো ইন্ডাস্ট্রিতেই এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চে ‘Sand City’ কতটা সমাদৃত হয়।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0