মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

‘অভিযোগকারীকে খ্যাতি উপভোগ করতে দিন’, বললেন বিজয় সেতুপতি

বিজয় সেতুপতি বছরের পর বছর এক অজ্ঞাতপরিচয় নারীকে ব্যবহার করেছেন, যিনি এখন একটি পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন। তিনি আরও দাবি করেন, দক্ষিণে মাদকসেবন এবং কাস্টিং কাউচ খুব সাধারণ বিষয় এবং বিজয় সেতুপতি এই সবকিছুর সঙ্গেই যুক্ত। যদিও পরে তিনি সেই টুইট মুছে দেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণী সিনেমার জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থা এবং অর্থ তছরুপের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন রম্য মোহন নামের এক নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তাঁর এই অভিযোগে তোলপাড় শুরু হয়েছিল। এতদিন চুপ থাকলেও, অবশেষে এই ‘নোংরা অভিযোগ’ নিয়ে মুখ খুললেন বিজয় সেতুপতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই সব ভিত্তিহীন অভিযোগে তিনি মোটেও বিচলিত নন।

রম্য মোহন তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন, বিজয় সেতুপতি বছরের পর বছর এক অজ্ঞাতপরিচয় নারীকে ব্যবহার করেছেন, যিনি এখন একটি পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন। তিনি আরও দাবি করেন, দক্ষিণে মাদকসেবন এবং কাস্টিং কাউচ খুব সাধারণ বিষয় এবং বিজয় সেতুপতি এই সবকিছুর সঙ্গেই যুক্ত। যদিও পরে তিনি সেই টুইট মুছে দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি এই বিষয়ে বলেন, “আমায় যারা চেনেন তারা এ অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে চিনি। আর এ ধরনের নোংরা অভিযোগ আমায় একটুও বিচলিত করে না।”

তিনি জানান, এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি তাঁদের বুঝিয়েছেন যেন এই ধরনের কথায় গুরুত্ব না দেওয়া হয়।

অভিযোগকারীর উদ্দেশে তিনি কিছুটা ব্যঙ্গের সুরেই বলেন, “যিনি এমন মন্তব্য করেছেন, কিছুক্ষণের জন্য হলেও সবার কাছে গুরুত্ব পেয়েছেন তিনি। তাকে এই খ্যাতি উপভোগ করতে দেওয়া হোক।”

বিজয় সেতুপতির এই শান্ত এবং আত্মবিশ্বাসী জবাবে এটা স্পষ্ট যে, তিনি এই ভিত্তিহীন অভিযোগকে আইনি পথে না নিয়ে, বরং উপেক্ষা করেই তার জবাব দিতে চেয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0