Logo

বিতর্ক পেছনে ফেলে রান্নার অনুষ্ঠানে প্রধান অতিথি মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাতের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, মডেল নাজমী জান্নাত, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলিসহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কিছুদিন আগেই শাকিব খানকে নিয়ে করা মন্তব্য এবং বিভিন্ন ব্যক্তিগত ইস্যুতে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে তিনি আবারও ফিরেছেন তাঁর পেশাগত কাজে। সম্প্রতি দেশব্যাপী রন্ধনশিল্পীদের নিয়ে আয়োজিত ‘পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫’-এর দ্বিতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো, দেশের ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে নারীদের উৎসাহিত করা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিষ্টি জান্নাত বলেন, “সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলোকে সবার সামনে তুলে ধরা এবং ঘরোয়া কাজের মধ্য দিয়েও নারীদের আত্মপ্রকাশের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।”


এই আয়োজনে মিষ্টি জান্নাতের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, মডেল নাজমী জান্নাত, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলিসহ শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ জন রন্ধনশিল্পী তাঁদের নিজস্ব রন্ধনশৈলী প্রদর্শন করেন। মিষ্টি জান্নাতের মতো জনপ্রিয় একজন অভিনেত্রীর এমন একটি সামাজিক ও নারী ক্ষমতায়নমূলক অনুষ্ঠানে উপস্থিতি সকলের কাছে প্রশংসিত হয়েছে।


   

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0