এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে ‘সালার’ কিংবা ‘কালকি ২৮৯৮’— দর্শক তাঁকে চেনে মূলত অ্যাকশন হিরো হিসেবেই। যাঁর অভিনীত দুটি সিনেমা ১০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে, সেই প্যান-ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস এবার তাঁর চেনা ছক ভাঙতে চলেছেন। অ্যাকশন ছেড়ে প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন একটি ভৌতিক-রম্য ঘরানার সিনেমায়, যার নাম ‘রাজা সাব’। এই সিনেমার মাধ্যমে তিনি নিজেকে নতুন করে আবিষ্কারের এক চ্যালেঞ্জ নিয়েছেন।
নতুন রূপে প্রভাস, টিজারে বাজিমাত: মারুথি পরিচালিত ‘রাজা সাব’ সিনেমায় প্রভাস এমন একটি ধারায় পা রাখছেন, যা তিনি আগে কখনো স্পর্শ করেননি। যদিও সিনেমাটি ভৌতিক ঘরানার, তবে এতে ভরপুর রোমান্স, রোমাঞ্চ এবং আবেগের মিশ্রণও থাকবে বলে জানা গেছে। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পেয়েছে এবং প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পরিচালক মারুথি বলেন, “প্রভাস একটি মজাদার চরিত্রে অভিনয় করছেন, তাই ভক্তরা টিজারটি কীভাবে গ্রহণ করবেন তা নিয়ে আমি কিছুটা ভীত ছিলাম। কিন্তু টিজারটি প্রকাশের পর থেকে, সবাই তার মজাদার অবতারটি পছন্দ করছে, যা তার শেষ কয়েকটি গুরুগম্ভীর সিনেমার থেকে অনেকটাই আলাদা।”
কেন এই বদল? যখন অ্যাকশন সিনেমা দিয়েই বক্স অফিসে রাজত্ব করছেন, তখন কেন এই ভিন্ন পথে হাঁটা? অভিনেতার পক্ষ থেকে বলা হয়েছে, তিনি নিজেকে ভাঙতে চাইছেন এবং দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাইছেন। মূলত, এমন একটি নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্যই প্রভাস এই সিনেমায় অভিনয় করছেন।
‘বাহুবলী’র শক্তিশালী অমরেন্দ্র বাহুবলী থেকে ‘কালকি’র রহস্যময় ভৈরব— প্রতিটি সিনেমায় প্রভাসের রূপান্তরিত হওয়ার ক্ষমতা অসাধারণ। ‘রাজা সাব’ সিনেমাটিও তাঁর ভার্সেটাইল চরিত্রে অভিনয়ের আকাঙ্ক্ষা এবং নির্ভয়ে নতুন কিছু করার সাহসিকতারই প্রমাণ। আশা করা হচ্ছে, তাঁর অসাধারণ ক্যারিশমা এই অতিপ্রাকৃত সিনেমাটিতেও এক নতুন মাত্রা যোগ করবে এবং দর্শকদের মন জয় করে নেবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0