এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘আনন্দ’, ‘স্টাইল’, ‘গোদাবরী’র মতো সিনেমায় অভিনয় করে তিনি একসময় তেলুগু দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিলেন। কিন্তু ২০১৪ সালে রামচরণের ‘গোবিন্দুডু আন্দরিভাডেল’ সিনেমার পর হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যান জনপ্রিয় অভিনেত্রী কমলিনী মুখার্জি। কেন তিনি খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? অবশেষে দীর্ঘ এক দশক পর, সেই রহস্যের জট খুললেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ‘ডি-টকস’ নামের এক পডকাস্টে কমলিনী মুখার্জি জানান, ‘গোবিন্দুডু আন্দরিভাডেল’ সিনেমায় তাঁর শুটিংয়ের অভিজ্ঞতা অসাধারণ ছিল, কিন্তু পর্দায় তাঁর চরিত্রটিকে যেভাবে চূড়ান্ত রুপ দেওয়া হয়েছিল, তা নিয়ে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন ।
তিনি বলেন, “ইউনিট বা সহ-অভিনেতাদের কারণে নয়, সবাই খুব সহযোগিতাপূর্ণ ছিলেন; কিন্তু আমার চরিত্র যেভাবে শেষমেশ পর্দায় এসেছে, সেটি নিয়ে আমি স্বস্তি পাইনি। কোনো ঝগড়া বা দ্বন্দ্ব ছিল না। ব্যক্তিগতভাবে আমি কষ্ট পেয়েছিলাম, তাই কিছুদিনের জন্য তেলুগু সিনেমা থেকে পিছিয়ে আসি।”
তিনি আরও যোগ করেন, “আমার ক্ষেত্রে এটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতি, যা আমাকে আঘাত করেছিল। তখন মনে হলো অন্য ভাষায় কিছু চেষ্টা করি।”
তেলুগু ইন্ডাস্ট্রি থেকে সরে আসার পর, কমলিনী তামিল ছবি ‘ইরাইভি’ এবং মোহনলালের সঙ্গে ২০১৬ সালের মালায়ালম সুপারহিট ‘পুলিমুরুগান’-এ অভিনয় করেন। তিনি তাঁর ক্যারিয়ারে কমল হাসান, চিরঞ্জীবী এবং নাগার্জুনার মতো সুপারস্টারদের সঙ্গেও কাজ করেছেন।
তবে ধীরে ধীরে তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যক্তিগত ও বৈবাহিক জীবনেই মনোযোগ দেন। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী এখন আর নিয়মিত অভিনয়ে নেই, তবে তাঁর স্মরণীয় চরিত্রগুলো আজও দর্শকদের মনে উজ্জ্বল হয়ে আছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0