এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দা এবং ওটিটিতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর, অবশেষে বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী তানজিন তিশার। তবে দেশের সিনেমায় নয়, তাঁর যাত্রা শুরু হচ্ছে টালিউড দিয়ে। কলকাতার নির্মাতা এম এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরসুম’ নামের একটি সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর তাঁর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা শারমান যোশি।
এই সিনেমার খবর নিয়ে যখন বাংলাদেশ ও কলকাতার গণমাধ্যমে ব্যাপক হইচই, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বয়ং তানজিন তিশা। পরিচালক এম এন রাজ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, “এই সিনেমার জন্য তিশার সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। ...এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম।” তিনি আরও জানান, সেপ্টেম্বরে দার্জিলিংয়ে ছবির শুটিং শুরু হবে এবং ২০২৬ সালের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিচালক সবকিছু নিশ্চিত করলেও, তিশা নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন, যা নিয়েই তৈরি হয়েছে মূল রহস্য ও বিতর্ক।
তিশার এই নীরবতাকে নেটিজেনদের একাংশ ভালোভাবে নিচ্ছেন না। অনেকেই মনে করছেন, তিনি হয়তো আলোচনায় থাকতেই এমন রহস্য তৈরি করছেন অথবা নিজেকে ‘সেইফ জোনে’ রাখছেন।
অন্যদিকে, শারমান যোশি একজন দক্ষ অভিনেতা হলেও, বলিউডের প্রথম সারির তারকা নন। তাই তাঁর বিপরীতে অভিষেক নিয়ে তিশার এই রাখঢাককে অনেকেই ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা’ হিসেবে দেখছেন। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে আরও একটি ঘটনা। জানা গেছে, এই সিনেমায় দেশের অভিনেতা খায়রুল বাসারেরও অভিনয় করার কথা ছিল, কিন্তু তিনি শিডিউল জটিলতার কারণ দেখিয়ে সরে এসেছেন। অনেকেই ধারণা করছেন, সিনেমার প্রচারণায় গুরুত্ব না পাওয়ার আশঙ্কাই হয়তো তাঁর সরে দাঁড়ানোর কারণ।
সব মিলিয়ে, তানজিন তিশার বহু প্রতীক্ষিত সিনেমার অভিষেক শুরুতেই নানা প্রশ্ন, রহস্য এবং বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই সিনেমার ভবিষ্যৎ কী দাঁড়ায়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0