বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বন্ধ হয়ে যাচ্ছে কী ‘ব্যাচেলর পয়েন্ট’? আইনি নোটিশ পেলেন অমি-পলাশরা।

‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে সীসা খেতে পারতাম’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি। নোটিশে আরও বলা হয়, নির্মাতা কাজল আরেফিন অমি এক পুরোনো সাক্ষাৎকারে নাটকটি সব বয়সী দর্শকের জন্য তৈরি হচ্ছে বলে দাবি করলেও, বাস্তবে এর ভাষা ও বিষয়বস্তু মোটেও পরিবারবান্ধব নয়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার আইনি জটিলতায় জড়ালো। নাটকের কয়েকটি পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয়, ডাবল মিনিং সংলাপ এবং নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নির্মাতা ও সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন গতকাল (৮ জুলাই) এই নোটিশটি পাঠান। নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত সংলাপ ও ভিডিও সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

যাদের নোটিশ পাঠানো হয়েছে: এই আইনি নোটিশে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মস-এর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিস্তারিত: নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত এমন অনেক সংলাপ রয়েছে যা “অশ্লীল, ডাবল মিনিং এবং কিশোর-তরুণদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে।” আইনজীবীর দাবি, নাটকের এই সংলাপগুলো ‘নৈতিকতা, শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী’ এবং এগুলোর মাধ্যমে নারীদের অবমাননা করা হয়েছে।

উদাহরণ হিসেবে নাটকের কিছু শব্দ ও সংলাপ তুলে ধরা হয়েছে, যেমন: ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে সীসা খেতে পারতাম’, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি। নোটিশে আরও বলা হয়, নির্মাতা কাজল আরেফিন অমি এক পুরোনো সাক্ষাৎকারে নাটকটি সব বয়সী দর্শকের জন্য তৈরি হচ্ছে বলে দাবি করলেও, বাস্তবে এর ভাষা ও বিষয়বস্তু মোটেও পরিবারবান্ধব নয়।

আইনি ভিত্তি ও চূড়ান্ত সতর্কবার্তা: আইনি নোটিশে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪’ এবং ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭’-এর কথা উল্লেখ করে বলা হয়েছে, শিশু-কিশোরদের মানসিক বিকাশে ক্ষতিকর কনটেন্ট প্রচার করা একটি দণ্ডনীয় অপরাধ। অথচ এই নাটকের কিছু সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তরুণদের ভাষা ও আচরণে নেতিবাচক ছাপ ফেলছে, যা উদ্বেগজনক।

সব মিলিয়ে, এই আইনি নোটিশটি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক এবং এর নির্মাতাদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। একই সঙ্গে এটি ডিজিটাল মাধ্যমে প্রচারিত কনটেন্টের সৃজনশীল স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতার পুরনো বিতর্ককে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, নির্মাতা পক্ষ থেকে আগামী ৭ দিনের মধ্যে কী পদক্ষেপ নেওয়া হয়।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0