বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

"ঠোঁটকাটা বলেই আমি খারাপ মেয়ে" – অনলাইন হেনস্তার জবাবে বাঁধন

জুলাইয়ের গণ-অভুত্থানের সময়ে যে মুক্তির আনন্দ আর পরিবর্তনের আশা দেখেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক বছর পর সেই আশা অনেকটাই ফিকে হয়ে এসেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কাছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জুলাইয়ের গণ-অভুত্থানের সময়ে যে মুক্তির আনন্দ আর পরিবর্তনের আশা দেখেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক বছর পর সেই আশা অনেকটাই ফিকে হয়ে এসেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কাছে। ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি তৎকালীন সরকারের পতনের দাবিতে রাস্তায় অনড় ছিলেন, সেই বাঁধনই এখন বলছেন, শাসক পালালেও, রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত সিস্টেম থেকে মুক্তি মেলেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর হতাশার কথা তুলে ধরেন। বাঁধনের ভাষায়, “জুলাইয়ের গণঅভুত্থ্যানে যখন গিয়েছি, তখন একটা আশার আলো দেখেছি। ভেবেছিলাম, এবার একটা পরিবর্তন আসবে। তবে আমরা এতটাই দুর্নীতিগ্রস্থ একটা জাতি, যিনি পালিয়ে গেছেন, তার রেখে যাওয়া সেই করাপ্টেড সিস্টেম থেকে বের হতে পারিনি।”

বাঁধন বলেন, “অনলাইনে মেয়েদের নানাভাবে হ্যারেজ করা হচ্ছে। আমিও যার শিকার। তারা মনে করছে, আমি এটা ডিজার্ভ করি। কারণ, আমি একটা খারাপ মেয়ে....! কেন খারাপ মেয়ে? কারণ আমার ঠোঁটকাটা। সময়ের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়িয়েছিলাম। বাজে ব্যাপার হচ্ছে, তারা আমাকে কোনো দলে ফেলতে পারছে না। যে কারণে সবকিছুতেই সমস্যা দেখছে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, যারা জুলাই বিপ্লবকে ভুল ছিল বলে মনে করে, তাদের জন্য তাঁর দুঃখ হয়, কারণ সেই সময় মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। নিজের অবস্থানে অনড় থেকে বাঁধন স্পষ্ট করে দেন, শত সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মুখেও তিনি তাঁর আদর্শ থেকে একচুলও সরবেন না।

তিনি ৫ আগস্টের স্মৃতিচারণ করে বলেন, সেই দিনের স্বাধীনতা আর শক্তির অনুভূতি ছিল জীবনের সেরা অভিজ্ঞতা। তবে তাঁর আক্ষেপ, বিপ্লবের পরে অনেক কিছুই আশানুরূপ হয়নি। অনলাইন হ্যারাসমেন্ট এবং নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি তাঁকে হতাশ করেছে। যদিও তিনি এখনো বিশ্বাস করেন, “জুলাই বিপ্লব সঠিক সময়ে, সঠিক কাজ ছিল।” 

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0