বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘অভিনেত্রী হওয়ার কথাই ভাবিনি’, বললেন সাফা।

তাঁর অভিনীত একাধিক নাটকের মধ্যে ‘কেন এই সঙ্গতা’-তে তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং নাটকটি নিয়েও বেশ আলোচনা হয়।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দায় এখন আর আগের মতো ঘন ঘন দেখা যায় না জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে। ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, তবে কি কাজের ব্যস্ততা কমে গেছে তাঁর? উত্তরে সাফা জানালেন, বিষয়টি ঠিক তার উল্টো। তিনি কাজের পরিমাণ নয়, বরং এখন মনোযোগ দিয়েছেন মানের দিকে। গতানুগতিক গল্প থেকে বেরিয়ে ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জিং চরিত্রেই কেবল কাজ করছেন তিনি, আর সেজন্য ভালো গল্পের জন্য নিচ্ছেন বাড়তি সময়।

বেছে বেছে কাজ এবং নতুন পরিকল্পনা:

সাফা কবির জানান, তিনি একেবারেই বসে নেই, বরং একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। তবে এখন একটি চরিত্রের গভীরে প্রবেশ করার জন্য অনেক বেশি সময় দিচ্ছেন। তাঁর কথায়, “বড় কাজ অনুশীলনে আনার জন্য একটি কাজের পেছনে অনেকদিন সময় দিতে হয়। সাম্প্রতিক সময়ে দেখবেন যে, আমার অভিনীত নাটকগুলো বেশ বড় ক্যানভাসে হচ্ছে। একটি নাটক ১৩ থেকে ১৪ দিন সময় নিয়ে করছি।”

এর প্রমাণও মিলেছে গত কোরবানির ঈদে। তাঁর অভিনীত একাধিক নাটকের মধ্যে ‘কেন এই সঙ্গতা’-তে তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয় এবং নাটকটি নিয়েও বেশ আলোচনা হয়।

যেভাবে অভিনয়ে আসা:

সাফা কবিরের অভিনয় যাত্রা শুরু হয়েছিল অনেকটা কাকতালীয়ভাবেই। তিনি বলেন, “আমার অভিনয় যাত্রা শুরু হয় একটি ম্যাজিক্যাল প্রোডাকশন (নাটক ‘অল টাইম দৌড়ের উপর’) দিয়ে। তখনও ভাবিনি যে, আমি অভিনেত্রী হব বা অভিনয় করতে চাই।” কিন্তু দর্শকদের কাছ থেকে পাওয়া অভাবনীয় ভালোবাসা ও সম্মানই তাঁকে এই পেশায় নিয়মিত হতে অনুপ্রাণিত করে। তিনি বলেন, “কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা ও সম্মান দিচ্ছেন, এরপরই মনে হয়েছে আরও ভালো কিছু করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।”

ভবিষ্যতের লক্ষ্য:

জনপ্রিয়তার শীর্ষে থেকেও সন্তুষ্ট নন সাফা কবির। তাঁর লক্ষ্য এখন আরও বহুদূর। নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, “এখন যে অবস্থানে আছি এর থেকে বড় জায়গায় নিজেকে দেখতে চাই। আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে। দর্শকরা সেগুলো নিয়ে আলোচনা করেন। আমি নিয়মিত অভিনয় করে যেতে চাই, আমার ভক্ত-দর্শকদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে চাই।”

সব মিলিয়ে, সাফা কবির এখন একজন পরিণত শিল্পী, যিনি সংখ্যার চেয়ে মানের প্রতি বেশি মনোযোগী। তাঁর এই নতুন দর্শন এবং বড় হওয়ার স্বপ্ন তাঁকে নিঃসন্দেহে ক্যারিয়ারের এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0