এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: সম্প্রতি যুক্তরাষ্ট্রে শাকিব খান এবং শবনম বুবলীর একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি নিয়ে যখন সামাজিক মাধ্যমে তোলপাড় চলছিল, তখন শাকিবের প্রথম স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের নীরবতা অনেককেই অবাক করেছিল। ভক্তদের অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো কষ্টে-অভিমানে হাল ছেড়ে দিয়েছেন। অবশেষে সেই নীরবতা ভাঙলেন অপু। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, শাকিব-বুবলীর ছবি দেখে তাঁর ‘আহামরি কিছু মনে হয়নি’ এবং এই বিষয়ে তিনি আগেই ইতি টেনেছেন।
অপু বিশ্বাস জানান, শাকিব-বুবলীর ছবিগুলো যখন ভাইরাল হয়, তখন তিনি ব্যক্তিগত কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে, সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না। তিনি বলেন, “আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু ছবি আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।”
অপু বিশ্বাস স্পষ্ট করে দেন, তিনি এই ধরনের ভার্চুয়াল দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি তাঁর ১৫ জুনের একটি ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে বলেন, “কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি ওইদিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।”
“আমি তো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি।”
অতীতে প্রায়শই দেখা যেত, অপু এবং বুবলী সামাজিক মাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে পোস্ট দিতেন, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক চর্চা হতো। কিন্তু অপুর এই সাম্প্রতিক মন্তব্যে এটা পরিষ্কার যে, তিনি সেই অধ্যায় পেছনে ফেলে এসেছেন এবং এখন আর এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। তাঁর এই পরিণত এবং বলিষ্ঠ অবস্থানকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0