এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অভিনয় জগতে পা রেখেছেন প্রায় ১৫ বছর হয়েছে, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এখন আর তারকা জীবনের ‘মুখোশ’ পরে থাকতে চান না। তিনি জানিয়েছেন, একজন মানুষ যেমন, তাঁর সেভাবেই নিজেকে সবার সামনে তুলে ধরা উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই নতুন জীবনদর্শন, তাঁর ইউটিউব চ্যানেল এবং বিশেষ করে তাঁর জীবনে স্বামী, অভিনেতা জাহির ইকবালের ইতিবাচক প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সোনাক্ষী বলেন, “অনেক তারকাই তাদের আসল সত্তা থেকে দূরে চলে যান, এমন একটি মুখোশ পরে থাকেন যা তারা নন।” তিনি যোগ করেন, “আপনি যদি একটি মুখোশ ধরে রাখেন, তাহলে সমস্ত শক্তি সেটি ধরে রাখতেই খরচ হয়ে যায়। আমি সেইভাবে শক্তি নষ্ট করতে চাই না।”
নিজের এই বাস্তববাদী সত্তাটিকেই ভক্তদের সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দিতে, সোনাক্ষী সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। তিনি বলেন, এই প্ল্যাটফর্মটি তাঁকে কোনো ফিল্টার ছাড়াই ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। তাঁর কাছে এটি এখন নতুন ধরনের জনসংযোগ বা পিআর মাধ্যম, যেখানে তিনি নিজেকে সেভাবেই উপস্থাপন করেন, যেভাবে তিনি চান।
সোনাক্ষীর ইউটিউব ভিডিওগুলোতে প্রায়শই তাঁর স্বামী জাহির ইকবালকেও দেখা যায়। সোনাক্ষী জানান, জাহিরের সহজ-সরল এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পাপারাজ্জিদের প্রতি তাঁর নিজের মনোভাবও বদলে দিয়েছে।
তিনি বলেন, “আমি যখন বাইরে যাই, তখন ছবি তুলতে চাই না। কারণ সেটা আমার একান্ত ব্যক্তিগত সময়।” কিন্তু জাহিরের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সোনাক্ষী বলেন, “তার (জাহিরের) দৃষ্টিভঙ্গি হলো, অভিযোগ করার পরিবর্তে বরং একটা ছবি তুলে চলে যাই। জাহির খুব ইতিবাচক একজন মানুষ। ওর কারণেই আমি আরও ভালো মানুষ হয়েছি।”
সব মিলিয়ে, বিয়ের পর সোনাক্ষী সিনহা যে ব্যক্তিগত এবং মানসিক দিক থেকে এক নতুন এবং সুখী অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁর কথাতেই তা স্পষ্ট।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0