বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বড় নায়িকা হতে পারিনি, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি—ফারিয়া শাহরিন

শপিং শেষে ফেরার পথে এক বন্ধ হয়ে যাওয়া খাবারের দোকানদারও তাঁকে দেখে শুধু তাঁর জন্যই দোকান খুলে দেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সেলফির যুগে এখন অটোগ্রাফের চল প্রায় উঠেই গেছে। পছন্দের তারকাকে কাছে পেলে সবাই এখন ছবি তুলতেই ব্যস্ত থাকেন। কিন্তু এর মধ্যেই এক ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা শোনালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি আড়ং-এর এক বিক্রয়কর্মী তাঁর কাছে সেলফি না চেয়ে, চেয়েছিলেন একটি অটোগ্রাফ, যা দেখে অভিনেত্রী রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফারিয়া শাহরিন তাঁর ফেসবুকে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে লেখেন, “অনেক বছর পর আজ আমি আড়ং-এর এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে। কিন্তু উনি আলাদা, ভিন্নরকম।”

তিনি আরও জানান, সেই ভক্ত তাঁকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আবার কাজ করবেন কি না, তা জিজ্ঞেস করেন এবং বলেন, “আপনি আসলে খুব ভালো মানুষ…”। ভক্তের এই সরলতায় মুগ্ধ হয়ে ফারিয়া লেখেন, “আহা! কী অপার মায়া… এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি।”

শুধু তাই নয়, শপিং শেষে ফেরার পথে এক বন্ধ হয়ে যাওয়া খাবারের দোকানদারও তাঁকে দেখে শুধু তাঁর জন্যই দোকান খুলে দেন। এই ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো নিয়ে ফারিয়া লেখেন, “জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ।”

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে ফারিয়া শাহরিন ব্যাপক জনপ্রিয়তা পান। তাঁর এই আবেগঘন পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, ভক্তরাও তাঁর এই বিনয়ী স্বভাবের প্রশংসা করছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0