এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আজ যিনি বলিউডের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা, সেই রণবীর সিং ছোটবেলা থেকেই ছিলেন সিনেমার পোকা। গান, নাচ এবং অভিনয়ের প্রতি তাঁর নেশা এতটাই তীব্র ছিল যে, একবার ক্লাসরুমে বসে ‘ছাইয়া ছাইয়া’ গান শোনার ‘অপরাধে’ তাঁকে স্কুল থেকেই বহিষ্কার করা হয়েছিল! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর জীবনের এই মজার ঘটনাই শেয়ার করেছেন।
ঘটনাটি ছিল মণি রত্নমের বিখ্যাত সিনেমা ‘দিল সে’-এর আইকনিক গান ‘ছাইয়া ছাইয়া’ নিয়ে। সেই সময় গানটি দেশজুড়ে তুমুল জনপ্রিয়। কিশোর রণবীর ক্লাসরুমে হেডফোন কানে দিয়ে সেই গানেই মগ্ন ছিলেন। শিক্ষকদের চোখে পড়ে যাওয়ায় তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।
সেই দিনের সেই বহিষ্কৃত কিশোরই আজ বলিউডের অন্যতম সফল অভিনেতা। ২০১০ সালে আনুশকা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে তার রাজকীয় অভিষেক হয়। প্রথম সিনেমাতেই বড় সাফল্য পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 'গলিয়োঁ কি রাসলীলা: রামলীলা', 'বাজিরাও মাস্তানি', 'পদ্মাবত' থেকে শুরু করে হাল আমলের 'রকি অউর রানি কি প্রেমকাহানি'—প্রতিটি সিনেমাতেই তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন এবং দর্শকদের মন জয় করেছেন।
শুধু বড় পর্দাই নয়, ছোটপর্দাও ছিল রণবীরের ভীষণ প্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেকে 'টিভি কা বাচ্চা' বলে অভিহিত করেন। তিনি মজা করে বলেন, \আমার বেড়ে ওঠা নব্বইয়ের দশকে। জন্ম ১৯৮৫ সালে। গান, সিনেমা, ফ্যাশন—এসব আমাকে গড়ে তুলেছে। যখন সবাই বাইরে খেলত, আমি টিভির সামনে বসে থাকতাম। আমার প্রিয় ছিল ‘জবান সাম্ভালকে’, ‘দেখ ভাই দেখ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক।\
বর্তমানে রণবীর সিং তার আসন্ন বিগ বাজেটের সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্নার মতো অভিজ্ঞ অভিনেতারা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0