এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন সিনেমার গল্পের চেয়েও কম নয়, নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছেন তিনি। তবে জীবনের সব কঠিন সময়ে তাঁর পাশে ছায়ার মতো ছিলেন স্ত্রী মান্যতা দত্ত। মঙ্গলবার (২২ জুলাই) ছিল মান্যতার জন্মদিন। আর এই বিশেষ দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সঞ্জয় দত্ত তাঁকে ‘মা’ বলে সম্বোধন করেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এদিন সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে সঞ্জয় দত্ত এক আবেগঘন ক্যাপশনে লেখেন: “শুভ জন্মদিন মা। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার পরামর্শদাতা, আমার স্তম্ভ। সৃষ্টিকর্তা সবসময় তোমাকে সুখে ও শান্তিতে রাখুক। মা, আমি তোমাকে ভালোবাসি।”
এই পোস্টের শেষে তিনি আবারও ‘মান্যতা’ নামটি উল্লেখ করেন। যেহেতু তাঁদের মাতৃভাষা হিন্দিতে ‘মা’ শব্দটি মাকেই বোঝায়, তাই নেটিজেনরা বলছেন, সঞ্জয় ভালোবেসে এবং সম্মান জানিয়েই স্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করেছেন।
একসময় ছন্নছাড়া জীবন ছিল সঞ্জয় দত্তের। মাদক এবং অন্ধকার জগতের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সেখান থেকে সঞ্জয়কে স্বাভাবিক ও সুখী জীবনে ফিরিয়ে আনার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন স্ত্রী মান্যতা। ২০২০ সালে যখন সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হন, তখনও মান্যতা মায়ের মতো তাঁর পাশে ছিলেন,সঞ্জয়ের যত্ন নিয়েছেন নিজের সন্তানের মত করে ।
সবকিছু মিলিয়ে, স্ত্রীর প্রতি সঞ্জয়ের অগাধ ভরসা, বিশ্বাস এবং শ্রদ্ধা রয়েছে। তিনি মান্যতাকে শুধু একজন স্ত্রী হিসেবেই দেখেন না, বরং দেখেন একজন অভিভাবক, পরামর্শদাতা এবং রক্ষাকর্তা হিসেবে। হয়তো সেই গভীর অনুভূতি থেকেই তিনি ভালোবেসে স্ত্রীকে ‘মা’ বলে ডাকতে দ্বিধাবোধ করেননি।
উল্লেখ্য, মান্যতা হলেন সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী। ২০০৮ সালে তাঁরা বিয়ে করেন। এর আগে তিনি ১৯৮৭ সালে রিচা শর্মাকে এবং ১৯৯৮ সালে মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেছিলেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0