এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার বাংলাদেশে আসছেন। ‘মুঝে পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’-এর মতো নাটকের অভিনেত্রী, যিনি দুই বাংলার তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন, সেই অভিনেত্রী নিজেই এক ভিডিও বার্তার মাধ্যমে তাঁর প্রথম বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় হানিয়া আমির বলেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।”
তাঁর এই একটি বাক্যেই বাংলাদেশের অগণিত ভক্ত-অনুরাগীর মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। কবে বা কোন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি আসছেন, তা বিস্তারিতভাবে না জানালেও, ‘খুব শিগগিরই’ আসছেন বলে জানিয়েছেন তিনি।
‘সাং-এ-মাহ’, ‘আন্না’, ‘দিলরাবা’-র মতো একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে হানিয়া আমির পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও বিশাল এক ভক্তশ্রেণি তৈরি করেছেন। তাঁর প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে এক বিরাট আইকন।
১৯৯৭ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং জনপ্রিয় একজন তারকা। তাঁর বাংলাদেশ সফরের এই খবরে এখন দুই দেশের বিনোদন জগতেই চলছে আলোচনা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0