মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আ.লীগের আমলে পাওয়ার প্ল্যান্ট চুক্তিতে অসংলগ্নতা পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্নতা থাকায় সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, অসংলগ্নতা থাকার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি)-সংক্রান্ত হওয়া চুক্তিগুলো পর্যালোচনা করা হবে।

তিনি জানান, গত সরকারের সময় আইপিপিসংক্রান্ত কিছু চুক্তি হয়েছিল। এতে অনেক অসংলগ্নতা ছিল। তাই সেগুলো পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, এখানে অনেক বিদেশি কোম্পানি রয়েছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা আছে। সে জন্য আলাপ-আলোচনা করে এটা করা হবে। এই জন্য আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্যই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এখানে আইনি বিষয় রয়েছে, একতরফা কিছু করা যাবে না।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0