বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

শাওন-টয়ার প্রেম ও ফ্রি টিকিটের মজার গল্প

‘স্ত্রী’ শব্দটা বলার সঙ্গে সঙ্গেই ওর চোখ বড় হয়ে গেল। তখনই বুঝেছিলাম, বিয়ের জন্য টয়ার ‘হ্যাঁ’ পাওয়া আর সময়ের ব্যাপার।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় তারকা দম্পতি সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। অভিনয় করতে গিয়েই তাঁদের পরিচয়, প্রেম এবং অতঃপর বিয়ে। তবে অভিনয়ের বাইরে শাওনের আরও একটি পরিচয় রয়েছে— তিনি একজন কেবিন ক্রু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতি তাঁদের প্রেম এবং দাম্পত্য জীবনের নানা মজার কথা শেয়ার করেছেন। সেখানেই টয়া মজা করে বলেন, তিনি শাওনকে বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করেননি!

সাক্ষাৎকারে শাওন স্মৃতিচারণ করে বলেন, তাঁদের ছয় মাসের প্রেমের সময়েই টয়া তাঁর পেশা নিয়ে ব্যাপক গবেষণা শুরু করেন। শাওনের ভাষায়, “টয়া জেনে নিয়েছিল আমি কোন কোন দেশে যাই, কতদিন থাকি, ফ্রি টিকিট পাই কি না কিংবা বছরে কতটা পাই।”

এরপরের ঘটনা বর্ণনা করে শাওন বলেন, “একদিন জানতে চাইলো- এই টিকিটে কারা যেতে পারে। আমি বললাম, মা, বাবা, সন্তান আর স্ত্রী যেতে পারে। ‘স্ত্রী’ শব্দটা বলার সঙ্গে সঙ্গেই ওর চোখ বড় হয়ে গেল। তখনই বুঝেছিলাম, বিয়ের জন্য টয়ার ‘হ্যাঁ’ পাওয়া আর সময়ের ব্যাপার।”

তবে টয়া জানান, ফ্রি টিকিটের লোভে তিনি বিয়ে করেননি। তিনি বলেন, “আমি ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি। আসলে আমি ঘুরতে খুব ভালোবাসি। ভেবেছিলাম, স্বামী যদি মাসের অর্ধেক সময় বিমানে কাটায়, তাহলে আমাকেও নিয়ে ঘুরতে পারবে। এতে আমাদের জীবনটা আরও সহজ হয়ে যাবে।”

তবে সবশেষে টয়া মজা করে অভিযোগের সুরে বলেন, “কিন্তু বিয়ের পাঁচ বছর কেটে গেলেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি।”

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন শাওন ও টয়া। শাওনের পেশার কারণে মাসের প্রায় ২০ দিনই দেশের বাইরে থাকতে হলেও, তাঁদের মধ্যকার বোঝাপড়া এবং খুনসুটি প্রমাণ করে, তাঁদের সম্পর্ক কতটা মজবুত এবং আনন্দের।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0