এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দীপিকা পাড়ুকোন আজ বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী। তাঁর ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। কিন্তু তাঁর সাফল্যের তালিকার বাইরেও রয়েছে আরও এক দীর্ঘ তালিকা— সেইসব ব্লকবাস্টার সিনেমার, যেগুলোতে অভিনয় করার প্রস্তাব পেয়েও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ব্যস্ততা বা অন্য কোনো কারণে হাতছাড়া হয়ে যাওয়া সেই সিনেমাগুলো যদি তিনি করতেন, তাহলে তাঁর ক্যারিয়ারের গ্রাফ আজ কোথায় গিয়ে দাঁড়াত, সেই জল্পনাই চলছে ভক্তদের মধ্যে।
‘সুলতান’ (২০১৬): আলী আব্বাস জাফরের পরিচালনায় সালমান খানের বিপরীতে ‘আরফা’ চরিত্রের জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল দীপিকার কাছে। তিনি ‘না’ বলার পর, সেই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান আনুশকা শর্মা।
‘ধুম ৩’ (২০১৩): যশরাজ ফিল্মসের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আমির খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাবও তিনি ব্যস্ততার কারণে ফিরিয়ে দেন। পরে সেই চরিত্রে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ।
‘রকস্টার’ (২০১১): ইমতিয়াজ আলীর এই কাল্ট ক্লাসিক সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন দীপিকা। কিন্তু ব্যস্ততার কারণে সেটিও করা হয়নি। পরে সেই চরিত্রে অভিনয় করেন নার্গিস ফাকরি।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ (২০১৫): এই সিনেমার মাধ্যমে ভিন ডিজেলের বিপরীতে হলিউডে অভিষেকের এক বিরাট সুযোগ এসেছিল দীপিকার সামনে। কিন্তু বলিউডের কাজের চাপে তিনি সেই সুযোগটি নিতে পারেননি।
‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ (২০২২): সঞ্জয় লীলা বানসালির এই আলোচিত ছবিতে ‘গাঙ্গুবাই’ চরিত্রের জন্য দীপিকার নাম শোনা গেলেও, শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। পরে সেই চরিত্রে অভিনয় করে আলিয়া ভাট তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজটি করেন।
এ ছাড়াও, রণবীর কাপুরের ‘রয়’ (২০১৫) এবং সিদ্ধার্থ মালহোত্রার ‘বার বার দেখো’ (২০১৬)-এর মতো সিনেমার প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
সব মিলিয়ে, এতগুলো বড় এবং সফল সিনেমা হাতছাড়া হওয়ার পরেও, দীপিকা পাড়ুকোন নিজের করা সিনেমা দিয়েই প্রমাণ করেছেন, কেন তিনি আজকের বলিউড কুইন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0