জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছেন ২১ বছরের এক গৃহবধূ বীথি আক্তার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। এ ঘটনায় পরিবারে ও এলাকায় আনন্দের জোয়ার বইছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, প্রায় তিন বছর আগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বীথির বিয়ে হয় কালিহাতী উপজেলার বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সঙ্গে। সাত মাস আগে তিনি গর্ভধারণ করেন।
প্রসবের পর চার নবজাতকের আগমনে খুশির জোয়ার বইছে পরিবারে। বীথির বাবা বাদল মিয়া বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি পেয়ে পরিবারের সবাই খুশি।’ তিনি নবজাতকদের সুস্থতা কামনা করেন।
কুমুদিনী হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা বলেন, ‘সাধারণত গর্ভধারণের ৩৬ সপ্তাহ পর স্বাভাবিক প্রসব হয়ে থাকে। একসঙ্গে চারটি বাচ্চা গর্ভধারণ একটি বিরল ঘটনা। পাঁচ লক্ষ ১২ হাজার গর্ভধারণে এটি একবার ঘটে। এ ধরনের প্রেগন্যান্সি মা ও চিকিৎসকের জন্য একটা চ্যালেঞ্জ। এতে মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা ও সময়ের আগে ডেলিভারির ঝুঁকি থাকে।’
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক লিটন বলেন, ‘চার নবজাতকের ওজন এক কেজি ও এরও কম। তাদের সুস্থ রাখতে হাসপাতালের চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।’
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0