বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকানো হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্সের সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীকে নিয়ে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন এসএম সিদ্দিকী। ইমিগ্রেশনে পৌঁছালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকার কারণে ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0